Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

Force Majeure (ফোর্স ম্যাজুর) বা দৈবদুর্ঘটনা কি ?

Facebook
Twitter
LinkedIn

Force Majeure এর বাংলা হল দৈব দুর্ঘটনা। এটি একটি ফরাসি শব্দ যার আক্ষরিক অর্থ “greater force” অথবা “superior strength”। এটি কোন সাধারণ ঘটনা নয়, কিন্তু এমন কিছু যা অপ্রতিরোধ্য এবং অপ্রত্যাশিত।

যেমন যুদ্ধ, হারিকেন বা একটি গ্রহাণু অবতরণ, ইত্যাদি।

Force Majeure এর আমেরিকান উচ্চারণ ফোর্স ম্যাজুর কিন্তু ব্রিটিশ উচ্চারণ ফোর্স ম্যাজাহ।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ (PPR-08) এর বিধি ২(২৮) এ Force Majeure নিম্নরূপ সংগা দেয়া আছেঃ

দৈব দুর্ঘটনা (“Force Majeure”) অর্থ ঠিকাদারের বা সরবরাহকারী বা পরামর্শকের নিয়ন্ত্রণ বহির্ভূত এমন কোন ঘটনা বা পরিস্থিতি, যাহা তাহাদের অবহেলা বা অযত্নের কারণে উদ্ভূত নহে, বা যাহা অদৃষ্টপূর্ব ও অবশ্যম্ভাবী; সরকার সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সম্পাদিত কোন কাজ, যুদ্ধ, বা বিপ্লব, অগ্নিকান্ড, বন্যা, মহামারী, সংক্রামক রোগ নিয়ন্ত্রণের জন্য আরোপিত বিধি নিষেধ, এবং মালামাল পরিবহণের ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞা (freight embargoes) উহার অন্তর্ভূক্ত হইবে, তবে কেবল উহার মধ্যেই সীমিত থাকিবে না;

আবার, FIDIC ডকুমেন্টের ক্লজ ১৯ এ force majeure এর বিশদ সংজ্ঞা দেয়া হয়েছে। ক্লজ ১৯.১ অনুযায়ি force majeure ঘটার ক্ষেত্রে নিম্নবর্ণিত নিয়ামকগুলোর অবশ্যই বিদ্যমান থাকতে হবেঃ

      • অপ্রতিরোধ্যতা বা নিয়ন্ত্রণ অসম্ভব (which is beyond a Party’s control),
      • আগাম পূর্বাভাস না থাকা (which such Party could not reasonably have provided against before entering into the Contract),
      • এড়িয়ে যাওয়া অসম্ভব (which, having arisen, such Party could not reasonably have avoided or overcome) এবং
      • চুক্তি বাস্তবায়নকারিদের উপর আরোপযোগ্য নয় (which is not substantially attributable to the other Party)।

সুতরাং বলা যায় Force majeure হচ্ছে অতিপ্রাকৃত, অপ্রত্যাশিত, উভয় পক্ষের নিয়ন্ত্রণের বাইরের কোন ঘটনা যা মানুষের দূরদর্শিতা এবং দক্ষতার বাইরের কিছু।

Force majeure হচ্ছে এমন একটি বাধ্যবাধকতা যা চুক্তি সমাপ্ত না করার জন্য একটি আইনত বৈধ অজুহাত।

Force Majeure সংক্রান্ত বিভিন্ন উদাহরণ দেখতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

FAQ

বিদেশি ফার্মের সাথে জয়েন্ট ভেঞ্চার পরিচালনার নতুন নীতিমালা

বিদেশি অংশীদারি যৌথ মালিকানার কোম্পানির ব্যবসা (JVCA) পরিচালনার জন্য নতুন নীতিমালা করেছে সরকার। আন্তর্জাতিক (International) অথবা অভ্যন্তরিন (National) দরপত্রে জয়েন্ট

Read More »
ক্রয়কারি ফোরাম

e-GP সাইটে ভুতুরে কান্ড !!! ডকুমেন্ট ডাউনলোড হচ্ছে না

e-GP সাইটে ভুতুরে কান্ড !!! দরপত্র মূল্যায়নের সময় ঠিকাদারদের অনেক ডকুমেন্ট ডাউনলোড করা যাচ্ছে না। ইজিপিতে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে

Read More »
সমসাময়িক

ঢাকা উড়াল সড়ক প্রকল্পে বিনিয়োগকারীদের মধ্যে বিরোধ ছিল কেন

সরকারি–বেসরকারি অংশীদারির (পিপিপি) বড় প্রকল্পের একটি ঢাকা উড়াল সড়ক (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে) প্রকল্প। বাংলাদেশ ছাড়া থাইল্যান্ড ও চীনভিত্তিক দুটি প্রতিষ্ঠান

Read More »
সংবাদপত্রের পাতা থেকে

বিরোধের নিষ্পত্তি, ঢাকা উড়াল সড়কের কাজ আবারও চালু হলো

সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) বড় প্রকল্পের একটি ঢাকা উড়াল সড়ক (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে) প্রকল্প। বাংলাদেশ ছাড়া থাইল্যান্ড ও চীনভিত্তিক দুটি প্রতিষ্ঠান

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

 

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-08

Scroll to Top