LTM এ Salvage Item ও Fixed Item অন্তর্ভূক্ত করা যাচ্ছে না

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে টেন্ডার আহবানে সীমিত দরপত্র পদ্ধতি (LTM) এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে বা আদৌ বৃদ্ধি পাচ্ছে কি না তার অবশ্য কোন সঠিক পরিসংখ্যান নেই।
কিন্তু এর মধ্যেই সমস্যা হল ই-জিপি তে Salvage Item ও Fixed Item দরপত্র দলিলের BOQ তে অন্তর্ভূক্ত করা যাচ্ছে না। OTM এ তা সহজেই করা যাচ্ছে (ছবি-১)। এখন, LTM এ Salvage Item ও Fixed Item এর ফর্ম তৈরীর অপশন না থাকায় (ছবি-২) ক্রয়কারী দরপত্র দলিল প্রস্তুতের সময় তা সংযুক্ত করতে পারছে না।


বিষয়টি নাকি ইতোমধ্যেই CPTU কে জানানো হয়েছে মর্মে তথ্য পাওয়া গিয়েছে। কিন্তু অদ্যবধি তা সমাধান না হওয়ায় সংশ্লিষ্ট সবাই অনেক দুর্ভোগের শিকার হচ্ছেন।
এখন, কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবেন কি ?
Note: ই-জিপিতে কিভাবে LTM পদ্ধতিতে দরপত্র আহবান করবেন তা জানতে ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য লেখা

প্রকিউরমেন্টে Asymmetric Information এর প্রভাব
প্রকিউরমেন্ট এবং সাপ্লাই চেইনে অ্যাসিমেট্রিক ইনফরমেশন (Asymmetric Information) একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে তথ্যের ভারসাম্যহীনতা সৃষ্টি করে। এ

Asymmetric Information কি ?
অ্যাসিমেট্রিক ইনফরমেশন (Asymmetric Information) অর্থ হচ্ছে এমন একটি পরিস্থিতি যেখানে একটি পক্ষ অন্য পক্ষের তুলনায় অধিক বা বা উন্নতমানের তথ্য

Moral hazard এর সাথে প্রকিউরমেন্টের কি সম্পর্ক ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard নিয়ে প্রাথমিক ধারণা পেতে দেখুনঃ Moral Hazard কি ? সরকারি ক্রয়

Moral hazard কি ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard বা নৈতিক ঝুঁকি হল অর্থনীতি ও ফাইন্যান্সের একটা ধারণা যেটা এমন