LTM এ Salvage Item ও Fixed Item অন্তর্ভূক্ত করা যাচ্ছে না
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে টেন্ডার আহবানে সীমিত দরপত্র পদ্ধতি (LTM) এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে বা আদৌ বৃদ্ধি পাচ্ছে কি না তার অবশ্য কোন সঠিক পরিসংখ্যান নেই।
কিন্তু এর মধ্যেই সমস্যা হল ই-জিপি তে Salvage Item ও Fixed Item দরপত্র দলিলের BOQ তে অন্তর্ভূক্ত করা যাচ্ছে না। OTM এ তা সহজেই করা যাচ্ছে (ছবি-১)। এখন, LTM এ Salvage Item ও Fixed Item এর ফর্ম তৈরীর অপশন না থাকায় (ছবি-২) ক্রয়কারী দরপত্র দলিল প্রস্তুতের সময় তা সংযুক্ত করতে পারছে না।
বিষয়টি নাকি ইতোমধ্যেই CPTU কে জানানো হয়েছে মর্মে তথ্য পাওয়া গিয়েছে। কিন্তু অদ্যবধি তা সমাধান না হওয়ায় সংশ্লিষ্ট সবাই অনেক দুর্ভোগের শিকার হচ্ছেন।
এখন, কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবেন কি ?
Note: ই-জিপিতে কিভাবে LTM পদ্ধতিতে দরপত্র আহবান করবেন তা জানতে ক্লিক করুন।
এই লেখকের অন্যান্য লেখা
Conflicts of Interest নিরসনে অডিটরদের ভূমিকা
সরকারি ক্রয় নিরীক্ষা (Public Procurement Audit) হলো সরকারি নিরীক্ষা (Government Audit) এর একটি অবিচ্ছেদ্য অংশ। প্রকিউরমেন্ট অডিট একটি পদ্ধতিগত যাচাই
ক্রয় আইন/বিধিতে Conflicts of Interest নিয়ে কি আছে ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
সরকারি ক্রয়ে Conflicts of Interest কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
Conflicts of Interest বা স্বার্থের দ্বন্দ্ব কি ?
স্বাধীনতা কি লাগামহীন ? স্বাধীনতা বলতে চিন্তার স্বাধীনতা এবং প্রকাশের স্বাধীনতা বোঝায়। আমাদের দৈনন্দিন কাজেকর্মে, প্রক্রিয়ায়, চিন্তা চেতনায় এবং মত