Past Performance Evaluation Matrix এর উপর কি নতুন করে কোন নির্দেশনা জারী হয়েছে ?
কয়েকদিন আগে সিপিটিইউ কর্তৃক ১৪/১১/১৭ইং তারিখে ই-টেন্ডার মূল্যায়ন সম্পর্কে মতামত প্রদানকৃত একটি পত্র নজরে এলো। সেই পত্র মতে Past Performance Evaluation Matrix এর মোট ৯টি নির্ণায়কের মধ্যে ৫টি-ই মহামান্য হাইকোর্ট absolute করেছেন।

এখন প্রশ্ন হচ্ছেঃ
১। Past Performance Evaluation Matrix এর যে ৫টি নির্ণায়ক মহামান্য হাইকোর্ট absolute করেছেন তার কি সার্কুলার জারী হয়েছে ? তা না হলে মূল্যায়ন কমিটি বা দরপত্রদাতারা জানবে কিভাবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিবে কিভাবে ?
২। ই-জিপি সিস্টেমে Matrix এর ফর্ম এ সবগুলো নির্ণায়কের জন্যই পয়েন্ট দেয়ার ব্যবস্থা এখনও বিদ্যমান। তাহলে absolute হওয়া নির্ণায়ক গুলোতে এখন কত নাম্বার দিতে হবে ? পূর্ণ পয়েন্ট পাবে না কি শূণ্য পাবে ? ঠিকাদাররাই বা এখানে কি তথ্য দিবে ?

এই ম্যাট্রিক্স নিয়ে যা হচ্ছে তা আসল ম্যাট্রিক্সকেও হার মানাচ্ছে কি না ?
Past Performance Evaluation Matrix এর উপর পুর্বের রিপোর্ট দেখতে ক্লিক করূণ।
এই লেখকের অন্যান্য লেখা

e-GP তে আদর্শ দরপত্র দলিল কতগুলো ? কখন কোনটি ব্যবহৃত হবে ?
বিপিপিএ কর্তৃক ই-জিপিতে অতি সম্প্রতি অনেকগুলো আদর্শ দরপত্র দলিল (STD) সংযোজন করা হয়েছে। আদর্শ দরপত্র দলিল (Standard Tender document –

International Sourcing on European Procurement: A Strategic Analysis
In its recent study, using survey data from 2021-2023, Eurostat explores a comprehensive analysis of how international sourcing is reshaping

সরকারি ক্রয়ে বিভিন্ন যানবাহনের মূল্য পূননির্ধারণ
সরকারি ক্রয়ে গাড়ি বা যানবাহন কেনার ক্ষেত্রে যানবাহনের একক মূল্য পূননির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি সার্কুলার জারী

ট্যারিফঃ ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্য ও সাপ্লাই চেইনের নতুন গতিপথ
২০২৫ সালে বৈশ্বিক সাপ্লাই চেইনের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ট্যারিফ বা শুল্ক। গত ছয় বছর