কয়েকদিন আগে সিপিটিইউ কর্তৃক ১৪/১১/১৭ইং তারিখে ই-টেন্ডার মূল্যায়ন সম্পর্কে মতামত প্রদানকৃত একটি পত্র নজরে এলো। সেই পত্র মতে Past Performance Evaluation Matrix এর মোট ৯টি নির্ণায়কের মধ্যে ৫টি-ই মহামান্য হাইকোর্ট absolute করেছেন।
এখন প্রশ্ন হচ্ছেঃ
১। Past Performance Evaluation Matrix এর যে ৫টি নির্ণায়ক মহামান্য হাইকোর্ট absolute করেছেন তার কি সার্কুলার জারী হয়েছে ? তা না হলে মূল্যায়ন কমিটি বা দরপত্রদাতারা জানবে কিভাবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিবে কিভাবে ?
২। ই-জিপি সিস্টেমে Matrix এর ফর্ম এ সবগুলো নির্ণায়কের জন্যই পয়েন্ট দেয়ার ব্যবস্থা এখনও বিদ্যমান। তাহলে absolute হওয়া নির্ণায়ক গুলোতে এখন কত নাম্বার দিতে হবে ? পূর্ণ পয়েন্ট পাবে না কি শূণ্য পাবে ? ঠিকাদাররাই বা এখানে কি তথ্য দিবে ?
এই ম্যাট্রিক্স নিয়ে যা হচ্ছে তা আসল ম্যাট্রিক্সকেও হার মানাচ্ছে কি না ?
Past Performance Evaluation Matrix এর উপর পুর্বের রিপোর্ট দেখতে ক্লিক করূণ।