আউটসোর্সিং বা ভৌত সেবার দরপত্র এখন ই-জিপি তে করা যাচ্ছে
আউটসোর্সিং (Outsourcing) বা ভৌত সেবা (Non-Consulting Service বা Physical Service) এর দরপত্র এখন থেকে ই-জিপি তে করা যাচ্ছে।
এতোদিন, আউটসোর্সিং টেন্ডার করার ক্ষেত্রে বার্ষিক ক্রয় পরিকল্পনা (APP) অংশটুকুই শুধু ই-জিপি (e-GP) তে করা যেতো। সেক্ষেত্রে টেন্ডারের অংশটুকু ম্যানুয়াল পদ্ধতিতে করতে হতো।
আরও দেখুনঃ আউটসোর্সিং সেবার তালিকা
এখন, ই-জিপি (Electronic Government Procurement) সিস্টেমে PSN আদর্শ দরপত্র দলিল সংযোজন করা হয়েছে। ফলে দরপত্র দলিল প্রস্তুত করা, দরপত্র জমা, মূল্যায়ন, চুক্তি সম্পাদন সহ সকল কাজই ই-জিপিতে-ই করা যাচ্ছে।
সরকারের সিদ্ধান্ত আছে ই-জিপি মাধ্যম ব্যবহার করে ১০০% টেন্ডার করতে হবে। কিন্তু এতোদিন এই আউটসোর্সিং দরপত্র ই-জিপি করতে না পারা যাওয়ায় কোন দপ্তরেই শতভাগ সফলতা অর্জিত হচ্ছিল না।
ই-জিপিতে দরপত্র আহ্বান করলে স্থানীয় পর্যায়ে ঝামেলা কম হবে। ফলে, এর সুফল ব্যবহারকারিগন পাবেন বলে সবাই আশা প্রকাশ করেছেন।
আরও দেখুনঃ
- e-GP তে আউটসোর্সিং বা ভৌত সেবার Procurement Plan কিভাবে করবেন ?
- e-GP তে আউটসোর্সিং এর দরপত্র দলিল প্রস্তুতি কিভাবে করবেন ?
- আউটসোর্সিং পদ্ধতিতে টেন্ডার করার আগে যা মনে রাখতে হবে
- ই-জিপিতে আউটসোর্সিং টেন্ডারঃ ভুলের একটি নমুনা
- ঠিকাদার হিসেবে e-GP তে আউটসোর্সিং দরপত্র কিভাবে জমা দিবেন ?
- মামলা করে কি আউটসোর্সিং চাকরি রাজস্বখাতভূক্ত করা যায় ?
- আউটসোর্সিং সেবা নবায়নের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের স্পষ্টীকরণ
এই লেখকের অন্যান্য লেখা

e-GP তে আদর্শ দরপত্র দলিল কতগুলো ? কখন কোনটি ব্যবহৃত হবে ?
বিপিপিএ কর্তৃক ই-জিপিতে অতি সম্প্রতি অনেকগুলো আদর্শ দরপত্র দলিল (STD) সংযোজন করা হয়েছে। আদর্শ দরপত্র দলিল (Standard Tender document –

International Sourcing on European Procurement: A Strategic Analysis
In its recent study, using survey data from 2021-2023, Eurostat explores a comprehensive analysis of how international sourcing is reshaping

সরকারি ক্রয়ে বিভিন্ন যানবাহনের মূল্য পূননির্ধারণ
সরকারি ক্রয়ে গাড়ি বা যানবাহন কেনার ক্ষেত্রে যানবাহনের একক মূল্য পূননির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি সার্কুলার জারী

ট্যারিফঃ ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্য ও সাপ্লাই চেইনের নতুন গতিপথ
২০২৫ সালে বৈশ্বিক সাপ্লাই চেইনের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ট্যারিফ বা শুল্ক। গত ছয় বছর