ই-জিপি তে নতুন দরপত্র দলিল আপডেট করা হয়েছে ….

ই-জিপি তে নতুন দরপত্র দলিল আপডেট করা হয়েছে
নতুন e-PW3
নতুন সংশোধনী অনুযায়ী আদর্শ দরপত্র দলিল প্রকাশ করা হয়েছে [বিধি ৯৮ এর (ক) উপ-বিধি (২ক) (জ)]। এখন ডকুমেন্ট সিলেক্ট করার সময় e-PW3 তে ২টি ডকুমেন্ট পাওয়া যাবেঃ
১। e-PW3: যে সকল ক্ষেত্রে বিধি ৯৮ এর (ক) প্রযোজ্য অর্থাৎ আভ্যন্তরিন উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কার্যের ক্ষেত্রে
২। e-PW3_D: যে সকল ক্ষেত্রে উপরোক্ত বিধি প্রযোজ্য নয় যেমন উন্নয়ন সহযোগী বা Donor দের শর্তমোতাবেক প্রযোজ্য ক্ষেত্রে
e-PW3_D আসলে আগের আগের e-PW3 দলিল। আর বর্তমান e-PW3 হচ্ছে সংশোধীত দলিল। এখানে ITT 44.2 এর Evaluation Process অংশে “Past Performance Evaluation and rating matrix for different aspects” নামে একটি টেবিল পাওয়া যাবে যার ভিত্তিতে সমদরের ক্ষেত্রে ranking নির্ধারণের জন্য Rating criteria দেয়া আছে।
Rating criteria দেখতে ক্লিক করুণ।
সমস্যা হল e-PW2(a) দলিল ব্যবহারের ক্ষেত্রে কি হবে ? e-PW2(a) দলিলে কোন Rating criteria দেয়া হয় নাই। তাহলে কি এখানে কি সমদরের ক্ষেত্রে কোন Rating করা লাগবে না ? সংশোধিত বিধি অনুযায়ী তো সকল উন্মুক্ত দরপত্রের ক্ষেত্রে-ই (আভ্যন্তরিন ও কার্য) তা প্রয়োজ্য হবার কথা। ভূল বুঝে থাকলে সংশোধন করে দিবেন আশা করি………

এই লেখকের অন্যান্য লেখা

“মাসিক ভিত্তিতে গাড়ী ভাড়া” দরপত্রে কোন STD ব্যবহার করবেন ?
সরকারি অফিসগুলোতে অফিসের জন্য মাসিক ভিত্তিতে গাড়ি ভাড়া এখন অনেক জনপ্রিয় হয়ে গিয়েছে। দরপত্র আহবানের মাধ্যমে অনেক ক্ষেত্রেই এই গাড়ি

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রয় সংক্রান্ত উল্লেখযোগ্য ঘটনাসমূহ
২০২৪ সালে প্রধান বাণিজ্যিক অংশীদাররা (trading partners) নতুন ক্রয় বাজার উন্মুক্ত করার চেয়ে তাদের অভ্যন্তরীণ ক্রয় স্বার্থ রক্ষার দিকে বেশি

Supply Chain VS Procurement
Supply Chain Management (SCM) and Procurement are two closely related but distinct functions in business operations. While procurement focuses on

ট্রাম্পের শুল্ক আরোপ: সরকারি ক্রয় এবং বিশ্ব বানিজ্য
শুল্ক আরোপ (Tariff Imposition) এবং সরকারি ক্রয় (Public Procurement) অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যা একে অপরকে সরাসরি প্রভাবিত করে। শুল্ক