ই-জিপি তে নতুন দরপত্র দলিল আপডেট করা হয়েছে ….

ই-জিপি তে নতুন দরপত্র দলিল আপডেট করা হয়েছে
নতুন e-PW3
নতুন সংশোধনী অনুযায়ী আদর্শ দরপত্র দলিল প্রকাশ করা হয়েছে [বিধি ৯৮ এর (ক) উপ-বিধি (২ক) (জ)]। এখন ডকুমেন্ট সিলেক্ট করার সময় e-PW3 তে ২টি ডকুমেন্ট পাওয়া যাবেঃ
১। e-PW3: যে সকল ক্ষেত্রে বিধি ৯৮ এর (ক) প্রযোজ্য অর্থাৎ আভ্যন্তরিন উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কার্যের ক্ষেত্রে
২। e-PW3_D: যে সকল ক্ষেত্রে উপরোক্ত বিধি প্রযোজ্য নয় যেমন উন্নয়ন সহযোগী বা Donor দের শর্তমোতাবেক প্রযোজ্য ক্ষেত্রে
e-PW3_D আসলে আগের আগের e-PW3 দলিল। আর বর্তমান e-PW3 হচ্ছে সংশোধীত দলিল। এখানে ITT 44.2 এর Evaluation Process অংশে “Past Performance Evaluation and rating matrix for different aspects” নামে একটি টেবিল পাওয়া যাবে যার ভিত্তিতে সমদরের ক্ষেত্রে ranking নির্ধারণের জন্য Rating criteria দেয়া আছে।
Rating criteria দেখতে ক্লিক করুণ।
সমস্যা হল e-PW2(a) দলিল ব্যবহারের ক্ষেত্রে কি হবে ? e-PW2(a) দলিলে কোন Rating criteria দেয়া হয় নাই। তাহলে কি এখানে কি সমদরের ক্ষেত্রে কোন Rating করা লাগবে না ? সংশোধিত বিধি অনুযায়ী তো সকল উন্মুক্ত দরপত্রের ক্ষেত্রে-ই (আভ্যন্তরিন ও কার্য) তা প্রয়োজ্য হবার কথা। ভূল বুঝে থাকলে সংশোধন করে দিবেন আশা করি………

এই লেখকের অন্যান্য লেখা

সরকারি দরপত্রে এনজিওদের অংশগ্রহণঃ যুক্তি-তর্ক-বিতর্ক
বাংলাদেশ সরকার সম্প্রতি সরকারি ক্রয় আইন সংশোধন করেছে যাতে এনজিও (NGO) বিষয়ক কিছু পরিবর্ধন করা হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ,

NGOs in Public Tenders: Prospects and Pitfalls ?
Recently, the Bangladesh Government has revised the public procurement law to let NGOs to compete on tenders. In the evolving

কারিগরী প্রস্তাব মূল্যায়নে স্কোরিং বা গ্রেডিং সিস্টেমের গুরুত্ব
বুদ্ধিবৃত্তিক এবং পেশাগত সেবা (Consultancy Service) ক্রয়ের জন্য সফল পরামর্শক নির্বাচনের ক্ষেত্রে পরামর্শকের কারিগরী প্রস্তাবের গুণগত মানই প্রধান বিবেচ্য বিষয়

MAPS এবং বাংলাদেশ
MAPS বা Methodology for Assessing Procurement Systems হলো একটি হাতিয়ার (Tools) যা বিশ্বব্যাপী পাবলিক প্রকিউরমেন্ট সিস্টেমকে মূল্যায়ন করার জন্য ব্যবহৃত