Past Performance Matrix এর উপর স্থগিতাদেশ

Past Performance Matrix এর উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ
Past Performance Evaluation Matrix এর উপর সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশন স্হগিতাদেশ প্রদান করেছেন। এখন থেকে শুধুমাত্রে Annual Turnover দিয়ে কৃতকার্য ঠিকাদার নির্বাচন করতে হবে।
পিপিআর-০৮ এর ৪র্থ সংশোধনী অনুযায়ী বিধিমালা জারী এবং সে অনুযায়ী আদর্শ দরপত্র দলিল প্রকাশ করার পর থেকে মাঠ পর্যায়ে যারা সত্যিকার অর্থে ব্যবহারকারী বিশেষ করে Past Performance Evaluation Matrix নিয়ে একপ্রকার আতংক বিরাজ করছে। সংশ্লিষ্ট বিভিন্ন মহলের ভাল-মন্দ প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এখন উপরের বিষয় অনুযায়ী ব্যবস্থা নেয়া হলে হয়তো কিছুটা হলেও স্বস্থির পরিবেশ ফিরে আসতে পারে। তারপরও শুধুমাত্র Annual Turnover দিয়ে ঠিকাদার নির্বাচন কতটুকু যুক্তিযুক্ত তার উত্তর-ও হয়তো ভবিষ্যতে পাওয়া যাবে।
এ বিষয়ে সিপিটিইউ এর জারীকৃত সার্কুলারটি দেখতে ক্লিক করুণ।
Past Performance Evaluation Matrix এবং পিপিআর-০৮ এর ৪র্থ সংশোধনীর উপর পুর্বের রিপোর্ট দেখতে ক্লিক করূণ।

এই লেখকের অন্যান্য লেখা

পাল্টা শুল্ক বিশ্বব্যাপী সাপ্লাই চেইনের উপর আঘাত
যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে, ২ এপ্রিল থেকে সেই দেশের পণ্যে পাল্টা তার উপযুক্ত হারে শুল্ক আরোপের

ই-জিপি তে মোবাইল নাম্বার ভেরিফিকেশন কিভাবে করবেন ?
ই-জিপি তে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হয়। আজকের আলোচনা এটা কিভাবে করবেন ? বিস্তারিত জানতে লগইন করুন You need to

বর্তমানে ই-জিপিতে উন্মুক্তকরণ কমিটি ছাড়া মূল্যায়ন কিভাবে হচ্ছে
আমরা ইতিমধ্যেই জানি যে গত ১২ মার্চ ২০২৫ ইং তারিখে ই-জিপি গাইড লাইন (সংশোধিত) ২০২৫ [Bangladesh e-Government Procurement (e-GP) Guidelines

আউটসোর্সিং এর নতুন নীতিমালা জারি
আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালার অন্তর্ভুক্ত সেবা কর্মীদের জন্য “আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ২০২৫” জারি করা হয়েছে। নীতিমালাটি দেখতে