গত ২৬ এপ্রিল ২০২১ তারিখে অর্থ মন্ত্রণালয় হতে চলতি অর্থবছরে (জুলাই ২০২০ -জুন ২০২১) পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় নতুন কোন পূর্ত কাজ (Civil Works, নির্মাণ-স্থাপনা) এর কার্যাদেশ প্রদান না করা সংক্রান্ত একটি নির্দেশনা জারী হয়েছিল। সেই নির্দেশনার কার্যকারিতা ৩০শে জুন ২০২১ থেকে শেষ হয়েছে। সুতরাং ১লা জুলাই ২০২১ থেকে পূর্ত কাজ (Civil Works, নির্মাণ-স্থাপনা) এর কার্যাদেশ প্রদান করা যাবে।
পূর্বের প্রতিবেদনঃ করোনা পরিস্থিতিতে পূর্ত কাজের কার্যাদেশ প্রদান বন্ধ রাখতে হবে।
শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।
এতে সরকারে উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা অনেকটা কেটে যাবে বলে আশংকা করা হচ্ছে। ইতিমধ্যেই অসংখ্য দরপত্রের NOA প্রদান অপেক্ষামান আছে বলে জানা গেছে। অনেক দরপত্রের টেন্ডার validity বৃদ্ধি করে রাখা হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ি বর্তমানে সারাদেশে লকডাউন চলছে। পার্শ্ববর্তী দেশেও করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। এ অবস্থায় মাঠ পর্যায়ে পূর্ত কাজ বাস্তবায়ন করা প্রায় অসম্ভব এবং ঝুকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এখন, NOA প্রদান করা গেলেও সামনের দিনগুলোতে উন্নয়ন কার্যক্রম কিভাবে পরিচালিত হবে তা দেখার বিষয়।