২০২০ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ … পল মিলগ্রোম ও রবার্ট উইলসন। ১২ অক্টোবর রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস কর্তৃক এ পুরস্কারের ঘোষণা আসে। পুরস্কার কমিটির মতে এই দুই অর্থনীতিবিদের সবচেয়ে পরিচিত কাজ হলো, জটিল নিলামের জন্য নতুন রীতির প্রবর্তন করা। অর্থ্যাৎ, আর্থিক সম্পদের বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে নিলাম তত্ত্বের উন্নয়ন ও নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্য তারা এই পুরস্কার জিতেছেন।
তাঁরা মৌলিক তত্ত্ব নিয়ে কাজ শুরু করেছিলেন ঠিকই, তবে পরবর্তীকালে সেই ফলাফল বাস্তব জীবনে প্রয়োগ করেছেন। তাঁদের উদ্ভাবন সমাজের প্রভূত উপকারে আসবে বলে নোবেল কমিটি মনে করে।
শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।
বিভিন্ন জিনিস কেনা ও বেচার ক্ষেত্রে অকশন (Auction) বা নিলাম হয়। সবখানেই নিলাম আছে এবং আমাদের দৈনন্দিন জীবনে তা প্রভাব ফেলে। এই নিলাম সাধারণত বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। কিসের ওপর নির্ভর করে, সেটা নিয়েই এই কাজ।
সম্পুর্ন রিপোর্টি পড়তে লগইন করুনঃ
3 thoughts on “শেষ পর্যন্ত “নিলামে উঠল” অর্থনীতিতে ২০২০ সালের নোবেল পুরষ্কার”