বিজ্ঞপ্তি প্রস্তুতি (Notice Preparations):
Invitation Reference No. (IFT): APP ID নাম্বার ব্যবহার করা যেতে পারে।
বিজ্ঞপন সংক্রান্ত বিভিন্ন তারিখ ও সময়
Scheduled Publication: যে সময় থেকে অনলাইনে দরপত্রটি ই-জিপি সিস্টেমে দেখা যাবে (Live)।
Document last selling: তফসিল-২ [বিধি ৬১(৪), ৬৩(২), ৬৪(৫), ইত্যাদি] অনুযায়ী দরপত্র জমা শেষ (closing) হবার পূর্বের তারিখ ও সময়।
Pre-tender meeting Start: বিধি ৪ অনুযায়ী ক্রয়কারীকে প্রাক্-দরপত্র সভা আয়োজন করতে হবে। ই-জিপি গাইড লাইন অনুযায়ী মিটিং শুরুর তারিখ ও সময়।
Pre-tender meeting End: ই-জিপি গাইড লাইন অনুযায়ী মিটিং শেষের তারিখ ও সময়।
Tender/Proposal Closing: তফসিল-২ [বিধি ৬১(৪), ৬৩(২), ৬৪(৫), ৮৩ (১)(ক) ইত্যাদি] অনুযায়ী সর্বশেষ তারিখ ও সময় দিতে হবে।
Tender/Proposal Opening: পিপিআর-০৮ এর বিধি ৯৭(৪)(ক) অনুযায়ী সময় নির্ধারণ করতে হবে। তবে ই-জিপি তে Closing এর সময় দেয়ার সাথে সাথেই Opening তারিখ ও সময় অটোমেটিক সেট হয়ে যায়।
Security Submission: ই-জিপি গাইড লাইন অনুযায়ী সর্বশেষ তারিখ ও সময় দিতে হবে। কমপক্ষে Tender closing এর সর্বশেষ সময়ের ১ ঘন্টা পূর্বের সময় হতে হবে।
Eligibility of Tenderer/Consultant: দরপত্রে অংশগ্রহনের জন্য ঠিকাদার বা ঠিকাদারী প্রতিষ্ঠানের সর্বনিম্ন কি যোগ্যতা থাকা প্রয়োজন তা উল্লেখ করতে হবে (PPR-08)। তবে এই যোগ্যতা সমূহ যেহেতু দরপত্রের TDS অংশে বিস্তারিত উল্লেখ করতে হয়, সেহেতু আর এখানে উল্লেখ করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে শুধুমাত্র ‘As per ITT and TDS’ লিখলেই যথেষ্ট হবে।
Brief Description of Works: কাজের নাম, APP তে উল্লেখ আছে, সেখান থেকে কপি পেষ্ট করলেই হবে।
Tender/Proposal Document Price (in BDT): সংশ্লিষ্ট কাজটির দাপ্তরিক প্রক্কলন (official estimate) ৫০ লক্ষ টাকা পর্যন্ত হলে দরপত্র দলিলের মূল্য ১০০০/- টাকা, ২.০০ কোটি টাকা পর্যন্ত ২,০০০/- টাকা এবং এর উপরে যে কোন মূল্যের জন্য ৪,০০০/ টাকা হবে।
Location: কাজটি যে এলাকা বা অঞ্চলে বাস্তবায়িত হবে তার নাম।
Tender/Proposal Security (in BDT): পিপিআর-০৮ এর বিধি ২২ অনুযায়ী সংশ্লিষ্ট কাজটির দাপ্তরিক প্রক্কলন (official estimate) এর শূণ্য হতে সর্বোচ্চ ৩% পর্যন্ত টাকা।
Start Date: কাজটি শুরু করার সাম্ভাব্য তারিখ
Completion Date: কাজটি শেষ হবার সর্বশেষ সাম্ভাব্য তারিখ।
এরপর Submit এ ক্লিক করে save করতে হবে।
Video Clip