দরপত্র দলিল নির্দিষ্টকরণ (Configure Key Information)
[vc_row][vc_column][vc_column_text]দরপত্র দলিল নির্দিষ্টকরণ (Configure Key Information):
পূর্বোক্ত দরপত্র দলিল ব্যবহার করাঃ যে ক্রয়কারী দপ্তরের জন্য দরপত্র দলিল প্রস্তুত করা হচ্ছে, সেই ক্রয়কারীর অধীন যদি পূর্বে কোন দরপত্র ই-জিপি তে প্রস্তুত করে ব্যবহৃত হয়ে থাকে তবে সেই দরপত্রের আইডি নাম্বার দিয়ে search করে সিলেক্ট করা যাবে। অতঃপর সেই দরপত্র দলিলটি edit করে পুনরায় ব্যবহার করা যাবে। এতে সময় কম লাগবে এবং অনিচ্ছাকৃত ভূল কম হবার সুযোগ থাকে।
Approving Authority: drop down লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। DOFP অনুযায়ী নির্ধারণ করতে হবে (Hope)।
Standard Tender Document: drop down লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। পিপিআর-০৮ এর তফসিল-১ অনুযায়ী আদর্শ দলিলসমূহ ব্যবহৃত হবে। (say e-PW3)
Tender/Proposal Validity in No. of Days: পিপিআর-০৮ এর বিধি ১৯ অনুযায়ী তফসিল-২ অনুসরণ করে দরপত্র বা প্রস্তাবের বৈধতার মেয়াদ নির্ধারণ করতে হবে। (60-90)
Tender Security Validity days: পিপিআর-০৮ এর বিধি ২২(৭) অনুযায়ী দরপত্র জামানতের মেয়াদ দরপত্রের বৈধ মেয়াদ পূর্তির তারিখের পর কমপক্ষে ২৮ (আটাশ) দিন পর্যন্ত হতে হবে।(৬০ থেকে ৯০ দিন + ২৮ দিন)
এরপর Submit এ ক্লিক করে save করতে হবে।
Video Clip
[/vc_column_text][/vc_column][/vc_row]

এই লেখকের অন্যান্য লেখা

সরকারি দরপত্রে এনজিওদের অংশগ্রহণঃ যুক্তি-তর্ক-বিতর্ক
বাংলাদেশ সরকার সম্প্রতি সরকারি ক্রয় আইন সংশোধন করেছে যাতে এনজিও (NGO) বিষয়ক কিছু পরিবর্ধন করা হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ,

NGOs in Public Tenders: Prospects and Pitfalls ?
Recently, the Bangladesh Government has revised the public procurement law to let NGOs to compete on tenders. In the evolving

কারিগরী প্রস্তাব মূল্যায়নে স্কোরিং বা গ্রেডিং সিস্টেমের গুরুত্ব
বুদ্ধিবৃত্তিক এবং পেশাগত সেবা (Consultancy Service) ক্রয়ের জন্য সফল পরামর্শক নির্বাচনের ক্ষেত্রে পরামর্শকের কারিগরী প্রস্তাবের গুণগত মানই প্রধান বিবেচ্য বিষয়

MAPS এবং বাংলাদেশ
MAPS বা Methodology for Assessing Procurement Systems হলো একটি হাতিয়ার (Tools) যা বিশ্বব্যাপী পাবলিক প্রকিউরমেন্ট সিস্টেমকে মূল্যায়ন করার জন্য ব্যবহৃত