২৭ টি সরকারি সংস্থায় প্রকিউরমেন্ট সেল গঠন করতে হবে
CPTU হতে মোট ২৭ টি সরকারি সংস্থায় (NSPSOs: Newly Selected Public Sector Organizations) কেন্দ্রীয় ভাবে প্রকিউরমেন্ট সেল গঠন করার নির্দেশনা জারী করা হয়েছে। এই সেল বা ইউনিটে ৫-১০ জনের একটি টিম থাকবে। এই ইউনিট টি-ই পরবর্তীতে সংশ্লিষ্ট সংস্থার সরকারি ক্রয়ে ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবে। তবে ইউনিটগুলো পদবীর ভিত্তিতে নয় বরং প্রকিউরমেন্ট সম্পর্কিত জ্ঞান এবং অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করার সুপারিশ করা হয়েছে।
এই লেখকের অন্যান্য লেখা
Conflicts of Interest নিরসনে অডিটরদের ভূমিকা
সরকারি ক্রয় নিরীক্ষা (Public Procurement Audit) হলো সরকারি নিরীক্ষা (Government Audit) এর একটি অবিচ্ছেদ্য অংশ। প্রকিউরমেন্ট অডিট একটি পদ্ধতিগত যাচাই
ক্রয় আইন/বিধিতে Conflicts of Interest নিয়ে কি আছে ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
সরকারি ক্রয়ে Conflicts of Interest কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
Conflicts of Interest বা স্বার্থের দ্বন্দ্ব কি ?
স্বাধীনতা কি লাগামহীন ? স্বাধীনতা বলতে চিন্তার স্বাধীনতা এবং প্রকাশের স্বাধীনতা বোঝায়। আমাদের দৈনন্দিন কাজেকর্মে, প্রক্রিয়ায়, চিন্তা চেতনায় এবং মত
1 thought on “২৭ টি সরকারি সংস্থায় প্রকিউরমেন্ট সেল গঠন করতে হবে”