দরপত্রে ঠিকাদারদের অংশগ্রহণ কমেছে। সরকারি কেনাকাটা নিয়ে বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। এতে সরকারি কেনাকাটায় যেসব দুর্বলতা দেখা যায়, সেগুলোও উঠে এসেছে।দরপত্রে ঠিকাদারদের অংশগ্রহণ কমেছে। সরকারি কেনাকাটা নিয়ে বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। এতে সরকারি কেনাকাটায় যেসব দুর্বলতা দেখা যায়, সেগুলোও উঠে এসেছে।
শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।
সরকারি কেনাকাটার ৮০ শতাংশই উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হয়। কিন্তু উন্মুক্ত দরপত্রে প্রতিযোগী ঠিকাদারদের অংশগ্রহণ কমেছে। অর্থাৎ টেন্ডারে প্রতিযোগিতা কমেছে। উন্মুক্ত দরপত্রে আগে গড়ে ৪ দশমিক ২টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নিত। এখন তা কমে দুইয়ে নেমে এসেছে। এ ছাড়া দরপত্রে শুধু একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ ২০ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ হয়েছে। সরকারের বেশিরভাগ কেনাকাটা এখন ই-জিপি সিস্টেমে হয়ে থাকে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) সাবেক মহাপরিচালক ফারুক হোসেন সম্প্রতি বলেছেন, ঠিকাদারদের সিন্ডিকেটের কারণে দরপত্রে অনেক ছোট ঠিকাদার অংশ নিতে পারেন না। দরপত্রে কারা অংশ নেবেন, তা ঠিকাদার সমিতির মাধ্যমে ঠিক করে দেওয়া হয়।
তথ্য সূত্র: প্রথম আলো।