২৫ সেপ্টেম্বর জারীকৃত “পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” প্রজ্ঞাপনে কি আছে ?
গত ৪ঠা মে ২০২৫ ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক “পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” জারী করা হয়েছিল। এই অধ্যাদেশের মাধ্যমে ২০০৬ সনের ২৪ নং আইন, অর্থাৎ পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ (PPA 2006)-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসা হয়েছে।
অধ্যাদেশের ১(২) নং পয়েন্টে উল্লেখ ছিল যে “সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারন করিবে সেই তারিখে ইহা কার্যকর হইবে“। সে অনুযায়ি এই অধ্যাদেশ কার্যকর হবার বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পরিকল্পনা মন্ত্রণালয় হতে প্রজ্ঞাপন জারী করা হয়েছে। এই প্রজ্ঞাপন অনুযায়ি ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে “পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” কার্যকর হবে।
প্রজ্ঞাপনটি নিচে দেয়া হলো।
এখন, জনমনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে তা হলোঃ
- সরকারি কেনাকাটায় ১০% মার্জিন বাতিল কবে থেকে ?
- যে সব দরপত্র LIVE আছে ঐগুলোর ক্ষেত্রে কি ১০% প্রযোজ্য হবে ?
- কবে নাগাদ e-GP তে এই সংশোধনীগুলো কার্যকর হবে ?
- পিপিআর-০৮ এর সংশোধনীর প্রজ্ঞাপন কবে হবে ?
এই লেখকের অন্যান্য লেখা

কখন ‘চুক্তি বাতিল প্রস্তাব পর্যালোচনা কমিটি’ গঠনের প্রয়োজন নেই
বাংলাদেশ সরকার কর্তৃক গত ৪ঠা মে ২০২৫ ইং তারিখে “পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” এবং ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে পাবলিক প্রকিউরমেন্ট

‘চুক্তি বাতিল প্রস্তাব পর্যালোচনা কমিটি’ কি ? গঠন প্রণালী ও কাজ কি ?
বাংলাদেশ সরকার কর্তৃক গত ৪ঠা মে ২০২৫ ইং তারিখে “পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” এবং ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে পাবলিক প্রকিউরমেন্ট

চলমান কোন চুক্তি গুলোতে পিপিআর-২০২৫ প্রয়োগ হবে আর কোনগুলোতে হবে না ?
সম্প্রতি গত ২৮/০৯/২০২৫ ইং তারিখে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর ২০২৫) প্রকাশ করা হয়েছে। বিস্তারিত দেখুনঃ PPR-2025 সংক্রান্ত আলোচনা নতুন

বিধি ১৫৪ (পিপিআর-২০২৫) প্রয়োগ নিয়ে BPPA’র পরিপত্র জারী
সম্প্রতি গত ২৮/০৯/২০২৫ ইং তারিখে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর ২০২৫) প্রকাশ করা হয়েছে। বিস্তারিত দেখুনঃ PPR-2025 সংক্রান্ত আলোচনা নতুন