উন্নয়ন পরিকল্পনায় ‘প্রকল্প সাহায্য’ শব্দ ব্যবহার করা যাবে না

‘প্রকল্প সাহায্য (Project Aid)’ এবং ‘পুনর্ভরণযোগ্য বা সরাসরি প্রকল্প সাহায্য (Reimbursable/Direct Project Aid)’, শব্দগুলো আর ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে ‘প্রকল্প ঋণ/অনুদান (Project Loan/Grant)’ এবং ‘পুনর্ভরণযোগ্য বা সরাসরি প্রকল্প ঋণ/অনুদান (Reimbursable/Direct Project Loan/Grant) শব্দগুলো ব্যবহার করতে হবে।
সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা দলিল, প্রকল্প দলিল (ডিপিপি, টিএপিপি, ইত্যাদি) ও উন্নয়ন সহযোগীর বিভিন্ন নীতি-কৌশল পত্রে এবং পরিকল্পনা ও উন্নয়ন সম্পর্কিত ডাটা-বেইজসহ সকল ক্ষেত্রে এখন থেকে পরিবর্তিত শব্দগুলো ব্যবহার করতে হবে।
গত ১১.০৫.২০২৩ তারিখে অনুষ্ঠিত NEC সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
NEC সভায় গৃহীত সিদ্ধান্তটি নিচে দেয়া হলঃ


এই লেখকের অন্যান্য লেখা

সরকারি দরপত্রে এনজিওদের অংশগ্রহণঃ যুক্তি-তর্ক-বিতর্ক
বাংলাদেশ সরকার সম্প্রতি সরকারি ক্রয় আইন সংশোধন করেছে যাতে এনজিও (NGO) বিষয়ক কিছু পরিবর্ধন করা হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ,

NGOs in Public Tenders: Prospects and Pitfalls ?
Recently, the Bangladesh Government has revised the public procurement law to let NGOs to compete on tenders. In the evolving

কারিগরী প্রস্তাব মূল্যায়নে স্কোরিং বা গ্রেডিং সিস্টেমের গুরুত্ব
বুদ্ধিবৃত্তিক এবং পেশাগত সেবা (Consultancy Service) ক্রয়ের জন্য সফল পরামর্শক নির্বাচনের ক্ষেত্রে পরামর্শকের কারিগরী প্রস্তাবের গুণগত মানই প্রধান বিবেচ্য বিষয়

MAPS এবং বাংলাদেশ
MAPS বা Methodology for Assessing Procurement Systems হলো একটি হাতিয়ার (Tools) যা বিশ্বব্যাপী পাবলিক প্রকিউরমেন্ট সিস্টেমকে মূল্যায়ন করার জন্য ব্যবহৃত