কাজ সময়মতো শেষ না হওয়া খুবই স্বাভাবিক বিষয় হয়ে গেছে বলা যায়। এই করনার সময়ে প্রায় বেশিরভাগ চুক্তির-ই সময় বৃদ্ধি করার প্রয়োজন হচ্ছে। চুক্তির মেয়াদ বৃদ্ধি পেলে পারফরমেন্স সিকিউরিটির মেয়াদও বৃদ্ধি করতে হয়। ই-জিপির মাধ্যমে আহবানকৃত দরপত্রের বেলায় এই কাজটি ই-জিপিতেই করা যায়। কিন্তু অনেকেই তা করছেন না। ফলে ই-জিপি টেন্ডারের এই অংশটুকু আর ডিজিটাল হচ্ছে না। সংশ্লিষ্ট ব্যাংক এই কাজটি কিভাবে করবে তা আমরা দেখব এখন।
বিস্তারিত জানতে লগইন করতে হবে।
শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।