সংশোধিত ই-জিপি গাইড লাইন ২০২৫ এর গেজেট প্রকাশিত হয়েছে

গত ১২ মার্চ ২০২৫ ইং তারিখে ই-জিপি গাইড লাইন (সংশোধিত) ২০২৫ [Bangladesh e-Government Procurement (e-GP) Guidelines (Revised), 2025] গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
বাংলাদেশে ইলেক্ট্রনিক প্রকিউরমেন্ট কার্যক্রম (e-GP) পরিচালনার লক্ষ্যে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এর ৬৫(২) ধারার ক্ষমতাবলে সরকার এই সংশোধিত ই-জিপি গাইড লাইন ২০২৫ প্রণয়ন করেছে।
দেখুনঃ সংশোধিত ই-জিপি গাইড লাইন ২০২৫
উল্লেখ্য ২০১৭ সাল থেকেই বিদ্যমান “e-GP Guideline” সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছিল। এজন্য বিভিন্ন গূরুত্বপূর্ণ সরকারি সংস্থার সাথে ওয়ার্কশপ করে মতামত নেয়া হয়েছিল। অতঃপর ২০১৯ সালে “e-GP Guideline” টি খসড়া আকারে প্রকাশিত হয়েছিল।
বিস্তারিত দেখুনঃ ই-জিপি তে দারুণ কিছু পরিবর্তন আসছে … খসড়া প্রস্তাবে যা রয়েছে
তবে অনেক দেরীতে হলে এই সংশোধিত ই-জিপি গাইড লাইন প্রকাশিত হওয়ায় ব্যবহারকারি অনেকেই খুশি বলে জানা গিয়েছে। এই সংশোধন বাস্তবায়ন হলে ঠিকাদার, ক্রয়কারি, মূল্যায়ন কমিটি, ইত্যাদি সব ব্যবহারকারিই উপকৃত হবে বলে আশা করা যায়।
এই সংশোধনীতে কিছু ভাল ভাল বিষয় সংযুক্ত হয়েছে। এ বিষয়ে প্রকিউরমেটবিডি.কম এ অচিরেই একটি প্রতিবেদন প্রকাশিত হবে।
ই-জিপি বাংলাদেশে চালু হয়েছে প্রায় ১৪ বছর হতে চলল। এখন আর তা একেবারে নতুন বলার সুযোগ নেই। এখন এই সিস্টেমকে user friendly করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা কতটুকু গূরুত্ব দিয়ে এই সংশোধিত ই-জিপি গাইড লাইন ২০২৫ বাস্তবায়ন করে এখন এটাই দেখার বিষয়।

এই লেখকের অন্যান্য লেখা

Strategies for Saying “No” as a Project Manager
Project managers frequently find themselves juggling competing priorities, tight deadlines, and stakeholder demands. While accommodating requests is important for maintaining

প্রকিউরমেন্টে Asymmetric Information এর প্রভাব
প্রকিউরমেন্ট এবং সাপ্লাই চেইনে অ্যাসিমেট্রিক ইনফরমেশন (Asymmetric Information) একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে তথ্যের ভারসাম্যহীনতা সৃষ্টি করে। এ

Asymmetric Information কি ?
অ্যাসিমেট্রিক ইনফরমেশন (Asymmetric Information) অর্থ হচ্ছে এমন একটি পরিস্থিতি যেখানে একটি পক্ষ অন্য পক্ষের তুলনায় অধিক বা বা উন্নতমানের তথ্য

Moral hazard এর সাথে প্রকিউরমেন্টের কি সম্পর্ক ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard নিয়ে প্রাথমিক ধারণা পেতে দেখুনঃ Moral Hazard কি ? সরকারি ক্রয়