সংশোধিত ই-জিপি গাইড লাইন ২০২৫ এর গেজেট প্রকাশিত হয়েছে

গত ১২ মার্চ ২০২৫ ইং তারিখে ই-জিপি গাইড লাইন (সংশোধিত) ২০২৫ [Bangladesh e-Government Procurement (e-GP) Guidelines (Revised), 2025] গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
বাংলাদেশে ইলেক্ট্রনিক প্রকিউরমেন্ট কার্যক্রম (e-GP) পরিচালনার লক্ষ্যে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এর ৬৫(২) ধারার ক্ষমতাবলে সরকার এই সংশোধিত ই-জিপি গাইড লাইন ২০২৫ প্রণয়ন করেছে।
দেখুনঃ সংশোধিত ই-জিপি গাইড লাইন ২০২৫
উল্লেখ্য ২০১৭ সাল থেকেই বিদ্যমান “e-GP Guideline” সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছিল। এজন্য বিভিন্ন গূরুত্বপূর্ণ সরকারি সংস্থার সাথে ওয়ার্কশপ করে মতামত নেয়া হয়েছিল। অতঃপর ২০১৯ সালে “e-GP Guideline” টি খসড়া আকারে প্রকাশিত হয়েছিল।
বিস্তারিত দেখুনঃ ই-জিপি তে দারুণ কিছু পরিবর্তন আসছে … খসড়া প্রস্তাবে যা রয়েছে
তবে অনেক দেরীতে হলেও এই সংশোধিত ই-জিপি গাইড লাইন প্রকাশিত হওয়ায় ব্যবহারকারি অনেকেই খুশি বলে জানা গিয়েছে। এই সংশোধন বাস্তবায়ন হলে ঠিকাদার, ক্রয়কারি, মূল্যায়ন কমিটি, ইত্যাদি সব ব্যবহারকারিই উপকৃত হবে বলে আশা করা যায়।
এই সংশোধনীতে কিছু ভাল ভাল বিষয় সংযুক্ত হয়েছে। এ বিষয়ে প্রকিউরমেটবিডি.কম এ অচিরেই একটি প্রতিবেদন প্রকাশিত হবে।
ই-জিপি বাংলাদেশে চালু হয়েছে প্রায় ১৪ বছর হতে চলল। এখন আর তা একেবারে নতুন বলার সুযোগ নেই। এখন এই সিস্টেমকে user friendly করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা কতটুকু গূরুত্ব দিয়ে এই সংশোধিত ই-জিপি গাইড লাইন ২০২৫ বাস্তবায়ন করে এখন এটাই দেখার বিষয়।

এই লেখকের অন্যান্য লেখা

পাল্টা শুল্ক বিশ্বব্যাপী সাপ্লাই চেইনের উপর আঘাত
যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে, ২ এপ্রিল থেকে সেই দেশের পণ্যে পাল্টা তার উপযুক্ত হারে শুল্ক আরোপের

ই-জিপি তে মোবাইল নাম্বার ভেরিফিকেশন কিভাবে করবেন ?
ই-জিপি তে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হয়। আজকের আলোচনা এটা কিভাবে করবেন ? বিস্তারিত জানতে লগইন করুন You need to

বর্তমানে ই-জিপিতে উন্মুক্তকরণ কমিটি ছাড়া মূল্যায়ন কিভাবে হচ্ছে
আমরা ইতিমধ্যেই জানি যে গত ১২ মার্চ ২০২৫ ইং তারিখে ই-জিপি গাইড লাইন (সংশোধিত) ২০২৫ [Bangladesh e-Government Procurement (e-GP) Guidelines

আউটসোর্সিং এর নতুন নীতিমালা জারি
আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালার অন্তর্ভুক্ত সেবা কর্মীদের জন্য “আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ২০২৫” জারি করা হয়েছে। নীতিমালাটি দেখতে