টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দেশে সীমিতভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে ১৭ জুলাই (বুধবার) রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়।
এ সময়ে বিভিন্ন সেবার পাশাপাশি বাংলাদেশ সরকারের জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টাল ব্যবহার বন্ধ রয়েছে কিংবা বিঘ্নিত হয়েছে। এরমধ্যে অনেক টেন্ডারের ভেলিডিটি সময় (Validity Time), ইত্যাদি সমাপ্ত হয়ে যেতে পারে।
বিস্তারিত দেখুনঃ ইন্টারনেট বন্ধ থাকায় এখন ই-জিপি টেন্ডারে বিভিন্ন সমস্যা
নির্দিষ্ট সময় (দরপত্র বৈধতার মেয়াদ) এর মধ্যে ঠিকাদার NOA accept না করলে সেই দরপত্রে আর চুক্তি সম্পাদন করা যাবে না। কাজেই দরপত্র বৈধতার মেয়াদ অত্যন্ত গূরুত্বপূর্ণ।
দরপত্র বৈধতার মেয়াদ বা Tender Validity বৃদ্ধির প্রথম কাজ সংশ্লিষ্ট ক্রয়কারি (PE) দপ্তরের।
এখন প্রশ্ন হলো, ইন্টারনেট বন্ধ থাকাকালীন সময়ে টেন্ডার Validity Time সমাপ্ত হলে করণীয় কি ?
এ বিষয়ে বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুণঃ