টেন্ডারারস ডাটাবেজ প্রস্তুতির সময় বৃদ্ধি করা হয়েছে
![](https://procurementbd.com/wp-content/uploads/2022/03/Tenderers-database.jpg)
ই-জিপিতে ঠিকাদারদের জন্য Tenderers database প্রস্তুত এবং আপডেট করার সময় বৃদ্ধি করা হয়েছে। এতে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২২ এর মধ্যে প্রত্যেক ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাদের Work Experience এবং Payment certificates সহ অন্যান্য তথ্য ই-জিপি সিস্টেমে আপডেট করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
![](https://procurementbd.com/wp-content/uploads/2022/07/Time-Ext-for-Tenderer-Database-update.png)
ই-জিপি সিস্টেমের মধ্যেই রেজিষ্টার্ড দরপত্রদাতাদের তথ্যভান্ডার প্রস্তুতির উদ্যোগ নেয়া হয়েছে। এই কার্যক্রমের নামই হচ্ছে টেন্ডারারস ডাটাবেজ (Tenderers database)।
ই-জিপিতে ঠিকাদার হিসেবে লগইন করলেই নিচের মেসেজটা দেখা যাচ্ছে। এই মেসেজের OK তে ক্লিক করে তারপর বাকি কাজ আগের মতোই করা যাচ্ছে।
উক্ত সময়ের মধ্যে ঠিকাদারদের তাদের Tenderers database প্রস্তুত এবং আপডেট করার পাশাপাশি সংশ্লিষ্ট ক্রয়কারির নিকট থেকে অভিজ্ঞতা এবং পেমেন্ট বিষয়ক সার্টিফিকেটও ই-জিপি সিস্টেমে-ই অনুমোদন নিয়ে নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
টেন্ডারারস ডাটাবেজ (Tenderers’ database) নিয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন।
![Picture of প্রকিউরমেন্ট বিডি](https://procurementbd.com/wp-content/plugins/one-user-avatar/assets/images/wpua-300x300.png)
এই লেখকের অন্যান্য লেখা
![](https://procurementbd.com/wp-content/uploads/2025/01/International-Relations.jpg)
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রয় সংক্রান্ত উল্লেখযোগ্য ঘটনাসমূহ
২০২৪ সালে প্রধান বাণিজ্যিক অংশীদাররা (trading partners) নতুন ক্রয় বাজার উন্মুক্ত করার চেয়ে তাদের অভ্যন্তরীণ ক্রয় স্বার্থ রক্ষার দিকে বেশি
![](https://procurementbd.com/wp-content/uploads/2025/02/What.jpeg)
Supply Chain VS Procurement
Supply Chain Management (SCM) and Procurement are two closely related but distinct functions in business operations. While procurement focuses on
![](https://procurementbd.com/wp-content/uploads/2025/02/Tariff.jpg)
ট্রাম্পের শুল্ক আরোপ: সরকারি ক্রয় এবং বিশ্ব বানিজ্য
শুল্ক আরোপ (Tariff Imposition) এবং সরকারি ক্রয় (Public Procurement) অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যা একে অপরকে সরাসরি প্রভাবিত করে। শুল্ক
![](https://procurementbd.com/wp-content/uploads/2025/01/Use-of-Bangla.jpg)
সরকারি ক্রয় কার্যক্রমে ‘বাংলা’ কতটুকু গূরুত্ব পাচ্ছে
অন্তত একটি জায়গায় বিতর্ক তুলনামূলক কম, তা হলো ৫২ এর ভাষা আন্দোলন। মাতৃভাষার জন্য আত্মত্যাগের ইতিহাসে বাঙালির তুলনা বিশ্ব-ইতিহাসে নেই।