Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপে আন্তর্জাতিক বানিজ্য এবং সাপ্লাই-চেইনে এর প্রভাব

Facebook
Twitter
LinkedIn

যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে, ২ এপ্রিল থেকে সেই দেশের পণ্যে পাল্টা তার উপযুক্ত হারে শুল্ক আরোপের কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে ঘোষণার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ‘স্বাধীনতা’ ঘোষণা করবেন বলে এত দিন ধরে নানা আওয়াজ তুলেছেন – সেই রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্কের ঘোষণা অবশেষে দিলেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন।

এই ঘোষণা আন্তর্জাতিক বানিজ্যে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে রীতিমতো বোমাবর্ষণের শামিল।

পৃথিবীর সব দেশই যুক্তরাষ্ট্রের পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে রেখেছে; কারণ তারা পরাশক্তি এবং এই উচ্চ শুল্ক ছিল তার একধরনের মাশুল। এখন ট্রাম্প সেটা মানবেন না। তিনি সেই অর্থে পরাশক্তি হিসেবে থাকতে চান না। তিনি মূলত ব্যবসায়ী; ব্যবসা-বাণিজ্যই তাঁর মূল শক্তি। তিনি কয়েক দিন ধরেই বলে আসছিলেন পৃথিবীর সব দেশে এত দিন যুক্তরাষ্ট্রকে ছিঁড়েখুঁড়ে খেয়েছে।

এর মধ্য দিয়ে শুল্ক আরোপের মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন ঘটে যাবে। যে বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা গড়ে উঠেছিল, তার কার্যত অবসান ঘটবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। গ্যাট বা ডব্লিউটিওর কাঠামোর মূল ভিত্তি ছিল ‘সর্বাধিক অনুকূল দেশ’ (এমএফএন) নীতি – এ ঘটনার মধ্য দিয়ে তার সমাপ্তি বা অন্তত উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই নীতির ভবিষ্যৎ এখন অন্ধকার; কারণ, বিভিন্ন মার্কিন বাণিজ্যিক অংশীদারের ওপর ভিন্ন ভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপিত হচ্ছে এবং নির্দিষ্ট পণ্যের ক্যাটাগরিতেও শুল্কের হারও পরিবর্তিত হচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বিজয়ী ও পরাজিত দেশ নির্ধারণ করা বেশ কঠিন হয়ে পড়ছে এবং বৈশ্বিক বাণিজ্য পরিবেশ আরও অস্থির ও অনিশ্চিত হয়ে যাচ্ছে।

Supply Chain এ প্রভাব

ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক (reciprocal tariffs) আরোপের ফলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে (supply chain) বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে পারে। এর মধ্যে প্রধান কয়েকটি হলোঃ

সরবরাহ শৃঙ্খলের পুনর্বিন্যাস (Restructuring of Supply Chains)

কোনো এক পণ্যের মূল্যবৃদ্ধির কারণে ক্রেতারা অন্য পণ্যের দিকে ঝুঁকতে বাধ্য হন। কোম্পানিগুলো যে দেশের পণ্যে শুল্ক বেশি, তা না এনে যে দেশের পণ্যে আমদানি শুল্ক কম, সে দেশের পণ্য বেশি আমদানি করা শুরু করে। এর জেরে আমদানি-রপ্তানির উৎস বদলে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলে অনেক প্রতিষ্ঠান তাদের উৎপাদন কেন্দ্র স্থানান্তর করতে পারে। বিশেষ করে, চীনের ওপর শুল্ক আরোপের কারণে অনেক কোম্পানি উৎপাদন কার্যক্রম ভিয়েতনাম, মেক্সিকো, ভারত, ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশে সরিয়ে নিতে পারে।

কিছু কোম্পানি যুক্তরাষ্ট্রেই উৎপাদন বাড়াতে পারে, যাতে শুল্কের প্রভাব এড়ানো যায়।

উৎপাদন ব্যয় বৃদ্ধি (Increase in Production Costs)

শুল্কের কারণে কাঁচামাল ও উপাদান আমদানির খরচ বাড়বে, যা উৎপাদন ব্যয় বাড়িয়ে দিতে পারে। এটি সরাসরি ভোক্তাদের ওপর প্রভাব ফেলতে পারে, কারণ উৎপাদনকারী প্রতিষ্ঠানরা এই অতিরিক্ত ব্যয় পণ্যের মূল্যে প্রতিফলিত করবে।

নতুন বাণিজ্য জোট এবং বাজার প্রসার (Trade Diversification and New Alliances)

ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির কারণে চীন, ইউরোপ, এবং অন্যান্য দেশ নতুন বাণিজ্য জোট গঠন করতে পারে। চীন এবং ইউরোপীয় ইউনিয়ন (EU) নিজেদের মধ্যে আরও বেশি বাণিজ্য বাড়াতে পারে এবং বিকল্প বাজার খুঁজে নিতে পারে।

কাঁচামাল সরবরাহের উৎস পরিবর্তন (Shift in Raw Material Sources)

শুল্কের কারণে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অন্যান্য দেশ নতুন উৎস খুঁজতে বাধ্য হবে, বিশেষ করে যেসব কাঁচামাল চীন থেকে আমদানি করা হতো। লিথিয়াম, ইলেকট্রনিক চিপ, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানের জন্য নতুন যোগান ব্যবস্থা গড়ে উঠতে পারে।

টেকসই এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধির প্রবণতা (Push for Self-Sufficiency & Resilience)

বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক দেশ এবং কোম্পানি স্বনির্ভরতার দিকে মনোযোগ দেবে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপে উৎপাদন ও প্রযুক্তিগত উন্নয়ন বাড়ানোর উদ্যোগ দেখা যেতে পারে।

ব্যবসার অনিশ্চয়তা এবং বিনিয়োগের পরিবর্তন (Business Uncertainty & Investment Shifts)

শুল্ক যুদ্ধের কারণে বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় থাকবে, যা দীর্ঘমেয়াদে বৈশ্বিক বিনিয়োগের গতিপ্রকৃতিকে পরিবর্তন করতে পারে। নতুন বাজার ও উৎপাদন হাব গড়ে উঠতে পারে, যা সরবরাহ চেইনের নতুন গতিপথ নির্ধারণ করবে।

 

পরিশেষঃ

ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক বিশ্বব্যাপী সরবরাহ চেইনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে, যার ফলে সরবরাহের পুনর্বিন্যাস, উৎপাদন ব্যয়ের বৃদ্ধি, নতুন বাণিজ্য জোট, এবং আত্মনির্ভরশীলতার দিকে মনোযোগ বাড়বে। কিন্তু বাস্তবতা হলো, মূল্যবৃদ্ধির কারণে মার্কিন ভোক্তারা এমনিতেই কিনবে কম; এর জেরে সবাই ক্ষতিগ্রস্ত হবে।‍

সব মিলিয়ে ট্রাম্পের এই শুল্ক ঘোষণার রেশ দীর্ঘস্থায়ী হবে বলেই ধারণা করা হচ্ছে। বাজার বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই পাল্টা শুল্ক বিশ্বকে বাণিজ্যযুদ্ধের দিকেও ঠেলে দিতে পারে। এই শুল্ক যুক্তরাষ্ট্রের বাজারেও মন্দা পরিস্থিতি তৈরি করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন একাধিক বিশেষজ্ঞ ও বাজার সমীক্ষা সংস্থা। ইতিমধ্যে তার লক্ষণ দেখা গেছে। ট্রাম্প যখনই শুল্ক নিয়ে কিছু বলেছেন বা সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, তাৎক্ষণিকভাবে মার্কিন শেয়ারবাজারে তার প্রভাব পড়েছে।

তবে বাজারে জিনিসপত্রের দাম বাড়লে বিভিন্নভাবে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, তা সে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য হোক বা বিলাসিতার উপাদান। করের সঙ্গে দ্রব্যের দামের মোকাবিলা করতে গিয়ে কোম্পানি অনেক সময় জিনিসের দাম বাড়ায় না। এর জেরে কোম্পানির মুনাফায় প্রভাব পড়তে পারে। সামগ্রিকভাবে ব্যবসা পরিচালনার খরচ এর জেরে বেড়ে যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

সমস্যা/কেস স্টাডি

কনসালট্যান্টের প্রাথমিক চুক্তি ১৮ মাসের। একবার সময় বৃদ্ধি করা হয়েছে। এখন আবারও ১০০% সময় বৃদ্ধি লাগবে। করা যাবে কি না ? PPR-০৮ নাকি ২৫ অনুসরণ হবে ?

উন্নয়ন প্রকল্পে ৩ লাখ টাকা বেতনে পিপিআর ২০০৮ অনুযায়ী একজন কনসালট্যান্টের ১৮ মাসের জন্য ৫৪ লক্ষ টাকার প্রাথমিক চুক্তি ছিল।

Read More »
New scope
প্রকল্প ব্যবস্থাপনা

মন্ত্রীদের প্রকল্প অনুমোদনের ক্ষমতায় লাগামঃ নতুন বার্তা

বাংলাদেশে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। এতদিন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা স্ব-শাসিত সংস্থা

Read More »
প্রকিউরমেন্ট বিডি news

আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ-২০২৬ জারীঃ সরকারি ক্রয় ও ব্যয় প্রক্রিয়ায় বড় পরিবর্তন

দীর্ঘ ১১ বছর পর সরকারি আর্থিক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ আইনি কাঠামো পরিবর্তন করেছে অর্থ মন্ত্রণালয়। ‘আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ-২০১৫’ বাতিল

Read More »
ঠিকাদারী ফোরাম

ই-জিপিতে Individual Consultant হিসেবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া

বর্তমান প্রকিউরমেন্ট আইন ও বিধি অনুযায়ি সব ধরনের দরপত্র অনলাইনে করতে হবে। সে হিসেবে বাংলাদেশ সরকারের ইলেকট্রনিক সরকারি ক্রয় (e-GP)

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

 

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

সর্বশেষ

Scroll to Top