৩০ জুন ২০২৫ তারিখের আগে এবং পরে স্বাক্ষরিত চুক্তির VAT কি আলাদা হবে ?
সরকারি ক্রয় চুক্তিতে চুক্তির মূল্যের সাথেই ভ্যাট ও আয়কর যুক্ত থাকে। পেমেন্টের সময় ঠিকাদার বা সরবরাহকারিদের বিল থেকে এই ভ্যাট ও আয়কর কর্তন করে রাখা হয়।
সম্প্রতি, মে ২০২৫ ইং তারিখে বাংলাদেশের NBR হতে ভ্যাট ও আয়কর সংক্রান্ত ২টি আলাদা প্রজ্ঞাপন জারী হয়েছে।
বিস্তারিত দেখুনঃ বিভিন্ন ক্রয় চুক্তির ক্ষেত্রে ভ্যাট ও আয়কর কত হবে ?
প্রজ্ঞাপনগুলোতে উল্লেখিত হার ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ থেকে কার্যকর হয়েছে।
এই প্রজ্ঞাপনে বিশেষ করে পূর্ত কাজ, নির্মাণ, প্রকৌশল বা সমজাতীয় কাজের চুক্তির ভ্যাট নির্ধারণ নিয়ে অস্পষ্টতা তৈরী হয়েছে। যে সব পূর্ত কাজ, নির্মাণ কাজের চুক্তি ১ জুলাই, ২০২৫ ইং তারিখের পূর্বেই সম্পন্ন হয়েছে, কিন্তু বাস্তবায়ন হবে ১ জুলাই অথবা এর পরবর্তী সময়ে সেগুলোতে ভ্যাটের হার কত হবে ?
বিষয়টি নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
এই লেখকের অন্যান্য লেখা

e-GP তে আদর্শ দরপত্র দলিল কতগুলো ? কখন কোনটি ব্যবহৃত হবে ?
বিপিপিএ কর্তৃক ই-জিপিতে অতি সম্প্রতি অনেকগুলো আদর্শ দরপত্র দলিল (STD) সংযোজন করা হয়েছে। আদর্শ দরপত্র দলিল (Standard Tender document –

International Sourcing on European Procurement: A Strategic Analysis
In its recent study, using survey data from 2021-2023, Eurostat explores a comprehensive analysis of how international sourcing is reshaping

সরকারি ক্রয়ে বিভিন্ন যানবাহনের মূল্য পূননির্ধারণ
সরকারি ক্রয়ে গাড়ি বা যানবাহন কেনার ক্ষেত্রে যানবাহনের একক মূল্য পূননির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি সার্কুলার জারী

ট্যারিফঃ ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্য ও সাপ্লাই চেইনের নতুন গতিপথ
২০২৫ সালে বৈশ্বিক সাপ্লাই চেইনের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ট্যারিফ বা শুল্ক। গত ছয় বছর
2 thoughts on “৩০ জুন ২০২৫ তারিখের আগে এবং পরে স্বাক্ষরিত চুক্তির VAT কি আলাদা হবে ?”