একটি ওয়েবসাইটের একাধিক ওয়েব পেইজ থাকে। হোমপেইজ হল একটি ওয়েবপেইজ যেখানে ঐ ওয়েবসাইটের অন্যান্য সকল পেইজের তথ্য সংক্ষিপ্ত আকারে দেওয়া থাকে। একটি ওয়েবসাইটে কোন ধরনের তথ্য দেওয়া আছে তা সাধারনত হোমপেইজ থেকেই জানা যায়। অর্থাৎ, হোমপেইজ ওয়েবসাইটের সকল পেইজের প্রতিনিধিত্ব করে। ওয়েবসাইটের সূচনা পয়েন্ট হিসাবে কাজ করে। এটি ডিফল্ট ওয়েবপৃষ্ঠা যা প্রথমেই লোড হয়। এটি দর্শকদের আকৃষ্ট করতে ল্যান্ডিং পৃষ্ঠা হিসাবেও কাজ করে।
ই-জিপি সাইটের ঠিকানা হচ্ছে www.eprocure.gov.bd এবং এটিই ই-জিপি’র হোম পেইজ। এই পেইজটি ব্যবহারকারিদের জন্য অনেক গূরুত্বপূর্ণ।
এখন আমরা জানবো এই হোমে পেইজে আপনার জন্য কি কি আছে।