পণ্য, কার্য, সেবা, ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রে অনেকগুলো ক্রয় পদ্ধতি আছে। যেমনঃ উন্মুক্ত দরপত্র পদ্ধতি (OTM), সীমিত দরপত্র পদ্ধতি (LTM), কোটেশন (RFQ), সরাসরি ক্রয় (DPM/SSS), এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতি (OSTEM), দুই পর্যায় বিশিষ্ট দরপত্র পদ্ধতি (TSTM), ইত্যাদি।
সীমিত দরপত্র পদ্ধতি বা এলটিএম (Limited Tendering Method – LTM) সরকারি ক্রয় পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম একটি পদ্ধতি।
পিপিআর-০৮ অনুযায়ি এই LTM দুই ধরনেরঃ
১। মূল্যসীমা ব্যাতিতঃ যে কোন মূল্যের ক্ষেত্রে প্রযোজ্য।
২। মূল্যসীমা যুক্তঃ নির্দিষ্ট মূল্যসীমা (কার্য ও ও ভৌত সেবার ক্ষেত্রে ৩ কোটি টাকা, পণ্য ও সংশ্লিষ্ট সেবার ক্ষেত্রে ২৫ লক্ষ টাকা) এর জন্য প্রযোজ্য।
উন্মুক্ত দরপত্র পদ্ধতি (ওটিএম – OTM) সবচেয়ে গ্রহনযোগ্য দরপত্র পদ্ধতি হলেও দরপত্রে অংশগ্রহনের হার বিবেচনায় নিলে বাংলাদেশে এলটিএম এর কার্য ক্রয় (Works Procurement) এর ৩ কোটি টাকা পর্যন্ত দরপত্র পদ্ধতিই সবচেয়ে জনপ্রিয়। কার্য ক্রয়ের বেলায় এই পদ্ধতিটি নিয়ে ক্রয়কারি ও দরদাতাদের মধ্যে বিশেষ আগ্রহ লক্ষ্যনীয়।
গত অর্থবছরের পরিসংখ্যানে দেখা গিয়েছে গড়ে প্রতিটি জেলায় এলটিএম পদ্ধতিতে আহবানকৃত প্রতিটি প্যাকেজের বিপরীতে প্রায় ৫০ এর অধিক দরপত্রদাতা অংশগ্রহন করেছেন যা অন্যান্য যে কোন পদ্ধতিতে আহবানকৃত দরপত্রের চেয়ে অনেক অনেক বেশি।
কাজেই, দরপত্রদাতাদের অংশগ্রহনের সংখ্যার বিচারে ৩ কোটি টাকা পর্যন্ত এলটিএম এর কার্য ক্রয় (Works Procurement) এর দরপত্র পদ্ধতিই সবচেয়ে জনপ্রিয়।
মূল্যসীমা যুক্ত এলটিএম টেন্ডার জনপ্রিয় হবার কারণ কি ? বিস্তারিত জানতে ক্লিক করুন।
2 thoughts on “বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় টেন্ডার পদ্ধতি কি ?”
This report is somehow biased and don’t represent the true picture. This news itself represent only works contract and data is based on e-GP contract. As such there is no popular method in public procurement of Bangladesh!
Thank you for your insightful remarks 💜
🔸 Since participation is one of the tenets of competition in public procurement, the report is based on it.
🔸 While the e-GP platform is now used to invite most NCT tenders, the data is derived from it as it is readily accessible. Regarding LTM involvement, the offline experiences were also comparable.
🔸 Being liked, admired, or supported by a large number of individuals is what is known as popularity (participants in this example).
The study presents a somewhat analogous and symbolic image of Bangladesh’s procurement practices. The BPPA can start a study to get a comprehensive picture 💚