সরকারি টেন্ডারের অনেকগুলো ধাপ আছে। তারমধ্যে উল্লখযোগ্য হলোঃ দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ, দরপত্র দাখিল, দরপত্র উন্মুক্তকরণ (Opening), দরপত্র মূল্যায়ন (Evaluation), চুক্তি সম্পাদন, ইত্যাদি।
সবগুলো ধাপ মিলে দরপত্র মূল্যায়ন অনেক জটিল এবং সময় সাপেক্ষ ধারাবাহিক প্রক্রিয়া। পিপিআর-৮ এ উল্লেখিত অনেকগুলো ধাপ অনুসরণ করেই দরপত্র মূল্যায়ন করতে হবে। মনগড়া কিছু দিয়ে হবে না।
এই দরপত্র মূল্যায়নে ১টি সাধারণ প্রশ্ন হলো দরপত্র মূল্যায়নের সময় টেন্ডারে দাখিলকৃত কাগজপত্র কে যাচাই করবে ? সরকারি ক্রয় আইন/বিধির আলোকে আমরা এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো।
বিস্তারিত জানতে লগইন করুন।
আরও কিছু সাধারন জিজ্ঞাসাঃ