সংশোধিত দরপত্র দলিলের কিছু বিষয় পূনর্বিবেচনা হতে পারে !
নতুন সংশোধনী অনুযায়ী আদর্শ দরপত্র দলিল প্রকাশ করা হয়েছে। এতে সংশ্লিষ্ট বিভিন্ন মহলের ভাল-মন্দ প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এখন, কর্তৃপক্ষ যা ভাবছে তা সংক্ষেপে নিম্নরূপ –
১। সিপিটিইউ বিষয়গুলো আমলে নিয়ে তা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। অচিরেই বিভিন্ন দপ্তরের সমন্বয়ে একটি ওয়ার্কশপ আয়োজন করা হতে পারে।
২। e-PW2 নতুন সংশোধনী অনুযায়ী আপডেট করা হবে। তা না হওয়া পর্যন্ত e-PW3 দরপত্র দলিল ব্যবহার করতে হবে।
৩। দরপত্র দলিলের TDS এ Tender Capacity উল্লেখ এর বিষয়ে নির্দেশনা সংশ্লিষ্ট অংশে সন্নিবেশ করা হবে।
৪। নতুন সংশোধনী অনুযায়ী সমদরের ক্ষেত্রে মূল্যায়নের সময় ranking নির্ধারণ করতে হবে। সুতরাং প্রত্যেক বার দরপত্রদাতাদের দরপত্র জমা দেয়ার সময় অতিরিক্ত তথ্য দিতে হবে। এজন্য Tenderer Information Form এ একটি আলাদা Form যুক্ত করা হতে পারে।
৫। BOQ তে Unconditional Discount ফর্ম টা অপশনাল রাখা হয়েছে। এই ফর্মটা পূরণ না করলেও দরপত্রদাতারা দরপত্র জমা দিতে পারবে।
পিপিআর-০৮ এর ৪র্থ সংশোধনী অনুযায়ী বিধিমালা জারী এবং সে অনুযায়ী আদর্শ দরপত্র দলিল প্রকাশ করার পর থেকে মাঠ পর্যায়ে যারা আসলে এর ব্যবহারকারী তাদের মধ্যে একপ্রকার আতংক বিরাজ করছে। এখন উপরের বিষয় অনুযায়ী ব্যবস্থা নেয়া হলে কিছুটা হলেও হয়তো উপযুক্ত পরিবেশ ফিরে আসবে। তবে তা কবে নাগাদ হালনাগাদ করা হবে আর কবেই বা সংশ্লিষ্টদের বক্তব্য শোনার ব্যবস্থা করা হবে তার কোন সঠিক দিন ক্ষণ যথাযথ কর্তৃপক্ষের কেউ-ই জানাতে পারেন নাই।
এই লেখকের অন্যান্য লেখা
সরকারি ক্রয় কার্যক্রমে ‘বাংলা’ কতটুকু গূরুত্ব পাচ্ছে
অন্তত একটি জায়গায় বিতর্ক তুলনামূলক কম, তা হলো ৫২ এর ভাষা আন্দোলন। মাতৃভাষার জন্য আত্মত্যাগের ইতিহাসে বাঙালির তুলনা বিশ্ব-ইতিহাসে নেই।
UN Contract Types within the UN common system
Interested in UN jobs but not sure where you fit in? UN agencies offers various categories of employment requiring different
Variations and Performance Security
Variations and Performance Security are closely interconnected concepts that serve as the foundation of risk management and contract enforcement in
Variations in Construction Contracts
Variations in construction contracts are changes or adjustments to the original scope of work. These can occur due to unforeseen