দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স নিতে এখন আর ইউনিয়ন পরিষদে দৌড়াতে হবে না বিনিয়োগকারীদের। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষই (বেজা) এখন থেকে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ট্রেড লাইসেন্স দিতে পারবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অর্থনৈতিক অঞ্চল ও সেখানকার বিনিয়োগকারীদের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ট্রেড লাইসেন্স সংক্রান্ত ধারা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে বেজার পক্ষে ট্রেড লাইসেন্স দেয়ার সুযোগ তৈরি হয়েছে।
১১ ফেব্রুয়ারির তারিখ দিয়ে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বেজা বিনিয়োগকারীদের কাছ থেকে নির্ধারিত ফি বা মাশুল নিয়ে তাদের ট্রেড লাইসেন্স দেবে। এই মাশুল আবার বেজা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে জমা দিয়ে দিবে। ফলে ইউনিয়ন পরিষদ লাইসেন্স দেয়ার ক্ষমতা হারালেও তাদের আয় কমবে না। বেজা সূত্র জানিয়েছে, বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে সরকার এই উদ্যোগ নিয়েছে।
সরকার ২০৩০ সাল নাগাদ দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চলগু প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। ইতিমধ্যে সরকারি খাতে তিনটি অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ শুরু হয়েছে। বেসরকারি খাতে ২০টি অর্থনৈতিক অঞ্চলকে প্রাক যোগ্যতা লাইসেন্স দেয়া হয়েছে। এর মধ্যে ৭টিকে চূড়ান্ত লাইসেন্স দেয়া হয়েছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নেয়ার বিধান ছিল।