টেন্ডারে জয়েন্ট ভেঞ্চার (JV) বা যৌথ উদ্যোগ এর খুঁটিনাটি
দরপত্রদাতাদের অনেক সময়ই জয়েন্ট ভেঞ্চার (Joint Venture) গঠন করে দরপত্রে অংশ নিতে হয়। এর মাধ্যমে দরপত্রদাতাদের ম্যানেজারিয়াল এবং আর্থিক যোগ্যতা বৃদ্ধি পায়। কিন্তু সঠিক পদ্ধতি এবং প্রক্রিয়া না জানার কারনে জয়েন্ট ভেঞ্চার গঠন করতে পারেন না বা করলে তা ভূল হয়। ফলে দরপত্র মূল্যায়নে এর জয়েন্ট ভেঞ্চার নন-রিসপনসিভ হয়ে বাদ যায়।
শুধুমাত্র Registered ব্যবহারকারিরা-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। একবছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।
কাজেই, অনেকের চাহিদার কথা চিন্তা করে আজকে জয়েন্ট ভেঞ্চার গঠনের মাধ্যমে দরপত্রে অংশগ্রহনের খূঁটিনাটি বিষয় আলোচনা করা হল।
এই লেখকের অন্যান্য লেখা

আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ-২০২৬ জারীঃ সরকারি ক্রয় ও ব্যয় প্রক্রিয়ায় বড় পরিবর্তন
দীর্ঘ ১১ বছর পর সরকারি আর্থিক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ আইনি কাঠামো পরিবর্তন করেছে অর্থ মন্ত্রণালয়। ‘আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ-২০১৫’ বাতিল

ই-জিপিতে Individual Consultant হিসেবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া
বর্তমান প্রকিউরমেন্ট আইন ও বিধি অনুযায়ি সব ধরনের দরপত্র অনলাইনে করতে হবে। সে হিসেবে বাংলাদেশ সরকারের ইলেকট্রনিক সরকারি ক্রয় (e-GP)

ই-জিপি রেজিস্ট্রেশন ফিঃ প্রতিষ্ঠান ও ব্যক্তি পরামর্শকদের মধ্যকার বৈষম্য
বর্তমানে বাংলাদেশের ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (e-GP) পোর্টালে জাতীয় ব্যক্তিগত পরামর্শকদের (Individual Consultant) জন্য রেজিস্ট্রেশন ফি ৫,০০০ টাকা এবং বার্ষিক নবায়ন

ইউরোপিয়ান ইউনিয়নের সাপ্লাই চেইন ডিউ ডিলিজেন্স লঃ প্রকিউরমেন্ট প্রফেশনালদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা
আগে প্রকিউরমেন্ট বা কেনাকাটার মূল মন্ত্র ছিল – “সস্তায় এবং দ্রুততম সময়ে পণ্য আনা”। কিন্তু ২০২৪ সালের পরে এই সমীকরণটি
6 thoughts on “টেন্ডারে জয়েন্ট ভেঞ্চার (JV) বা যৌথ উদ্যোগ এর খুঁটিনাটি”