ই-জিপিতে ঠিকাদারদের জন্য Tenderers database প্রস্তুত এবং আপডেট করার সময় বৃদ্ধি করা হয়েছে। এতে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২২ এর মধ্যে প্রত্যেক ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাদের Work Experience এবং Payment certificates সহ অন্যান্য তথ্য ই-জিপি সিস্টেমে আপডেট করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
ই-জিপি সিস্টেমের মধ্যেই রেজিষ্টার্ড দরপত্রদাতাদের তথ্যভান্ডার প্রস্তুতির উদ্যোগ নেয়া হয়েছে। এই কার্যক্রমের নামই হচ্ছে টেন্ডারারস ডাটাবেজ (Tenderers database)।
ই-জিপিতে ঠিকাদার হিসেবে লগইন করলেই নিচের মেসেজটা দেখা যাচ্ছে। এই মেসেজের OK তে ক্লিক করে তারপর বাকি কাজ আগের মতোই করা যাচ্ছে।
উক্ত সময়ের মধ্যে ঠিকাদারদের তাদের Tenderers database প্রস্তুত এবং আপডেট করার পাশাপাশি সংশ্লিষ্ট ক্রয়কারির নিকট থেকে অভিজ্ঞতা এবং পেমেন্ট বিষয়ক সার্টিফিকেটও ই-জিপি সিস্টেমে-ই অনুমোদন নিয়ে নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
টেন্ডারারস ডাটাবেজ (Tenderers’ database) নিয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন।