গত ১৪ নভেম্বর ২০১৯ ইং তারিখে ই-জিপিতে ইলেকট্রনিক কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম (e-CMS) এর পাইলট শুরু হয়েছিল। তখন LGED এর ৩টি এবং RHD এর ২টি চুক্তি কে e-CMS এ পাইলটিং এর জন্য প্রস্তুত করা হয়। সফল পাইলটিং করার পর, সিপিটিইউ কর্তৃক সমস্ত ক্রয়কারী সংস্থাগুলিতে e-CMS চালু করার পরিকল্পনা করে।
তার-ই ধারাবাহিকতায় আজ ২১ শে ডিসেম্বর ২০২২ ইং তারিখে সিপিটিইউ হতে ১টি সার্কুলার জারীর মাধ্যমে সব সরকারি দপ্তরকে এই e-CMS ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে।
আরও দেখুনঃ ইলেকট্রনিক কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম (e-CMS) কি ?
ই-জিপিতে প্রতিনিয়ন নতুন নতুন ফিচার সংযোজন, পরিবর্ধন ও পরিমার্জন করা হয়। অতি সম্প্রতি e-GP তে ইলেকট্রনিক কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম (e-CMS) সম্প্রসারন ও আপডেট করা হয়েছে। কি সেই নতুন আপডেট … … জানতে দেখুনঃ