সরকারি টেন্ডারে ক্রয় চুক্তির ক্ষেত্রে সাধারণ বীমা করপোরেশন থেকে বীমা করতে হবে। সরকারি ক্রয়ে বেসরকারি প্রতিষ্ঠানের বীমা গ্রহনযোগ্য হবে না। এই বীমা করা নিয়ে এখন সরকারি প্রকল্পগুলোতে প্রচুর অডিট অবজেকশন হচ্ছে।
সরকারি ক্রয়ে Works (কার্য) চুক্তির ক্ষেত্রে নন-লাইফ (Insurance) বীমা করতে হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট দরপত্র/চুক্তি দলিলে বিস্তারিত উল্লেখ থাকে। তবে কোন প্রতিষ্ঠান থেকে এই বীমা সংগ্রহ করতে হবে তার উল্লেখ নেই। ফলে ক্রয়কারিদের অনেক সময় না জানার কারনে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সুবিধা অনুযায়ি যে কোন প্রতিষ্ঠান থেকে এই বীমা করা হয়ে থাকে।
সরকারি ক্রয়ে কেন বেসরকারি কোম্পানির বীমা গ্রহনযোগ্য নয় এ বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন।
বিস্তারিত জানতে লগইন করুন।