‘প্রকল্প সাহায্য (Project Aid)’ এবং ‘পুনর্ভরণযোগ্য বা সরাসরি প্রকল্প সাহায্য (Reimbursable/Direct Project Aid)’, শব্দগুলো আর ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে ‘প্রকল্প ঋণ/অনুদান (Project Loan/Grant)’ এবং ‘পুনর্ভরণযোগ্য বা সরাসরি প্রকল্প ঋণ/অনুদান (Reimbursable/Direct Project Loan/Grant) শব্দগুলো ব্যবহার করতে হবে।
সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা দলিল, প্রকল্প দলিল (ডিপিপি, টিএপিপি, ইত্যাদি) ও উন্নয়ন সহযোগীর বিভিন্ন নীতি-কৌশল পত্রে এবং পরিকল্পনা ও উন্নয়ন সম্পর্কিত ডাটা-বেইজসহ সকল ক্ষেত্রে এখন থেকে পরিবর্তিত শব্দগুলো ব্যবহার করতে হবে।
গত ১১.০৫.২০২৩ তারিখে অনুষ্ঠিত NEC সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
NEC সভায় গৃহীত সিদ্ধান্তটি নিচে দেয়া হলঃ