জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক-ECNEC) এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (CCGP) পুনর্গঠন করা হয়েছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক-ECNEC)
-
-
- চেয়ারপারসনঃ ড. মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা।
- বিকল্প চেয়ারপারসনঃ সালেহউদ্দিন আহমেদ, উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় ও বানিজ্য মন্ত্রণালয়।
- মোট সদস্যঃ ১৪ জন।
- কার্য-পরিধির সার-সংক্ষেপঃ সকল বিনিয়োগ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনা ও অনুমোদন, সরকারি খাতে ৫০ কোটি টাকার ঊর্ধ্বে মোট বিনিয়োগ ব্যয় সংবলিত প্রকল্পগুলোর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার সুপারিশ বিবেচনা ও অনুমোদন, উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, বেসরকারি উদ্যোগ, যৌথ উদ্যোগ অথবা অংশগ্রহণমূলক বিনিয়োগ কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা, দেশের অর্থনৈতিক পরিস্থিতির পরিবীক্ষণ এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও এর সঙ্গে সংশ্লিষ্ট নীতি-নির্ধারণী বিষয়সমূহ পর্যালোচনা এবং বৈদেশিক সহায়তার বার্ষিক লক্ষ্যমাত্রা বিবেচনা ও অনুমোদন এবং এ লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি পর্যালোচনা।
-
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (CCGP)
-
-
- আহবায়কঃ সালেহউদ্দিন আহমেদ, উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় ও বানিজ্য মন্ত্রণালয়।
- মোট সদস্যঃ ১২ জন।
- কার্য-পরিধির সার-সংক্ষেপঃ
-
পূর্ত কাজ ও ভৌত সেবা: ১০০ কোটি টাকার ঊর্ধ্বের (উন্নয়ন প্রকল্প ও অনুন্নয়ন বাজেটের ক্ষেত্রে)
পণ্য/যন্ত্রপাতি/সরঞ্জামাদি ও সংশ্লিষ্ট সেবা:
উন্নয়ন প্রকল্পঃ ১০০ কোটি টাকার ঊর্ধ্বের
অনুন্নয়ন বাজেটঃ ৫০ কোটি টাকার ঊর্ধ্বের
পরামর্শক সার্ভিস (কনসালটেন্সি সার্ভিসেস) সংক্রান্ত:
উন্নয়ন প্রকল্পঃ ৩০ কোটি টাকার ঊর্ধ্বের
অনুন্নয়ন বাজেটঃ ২০ কোটি টাকার ঊর্ধ্বের
গত ২১ আগষ্ট ২০২৪ ইং বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত ২টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ECNEC এবং CCGP কমিটি এবং কার্যপরিধি দেখতে ক্লিক করুন
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, কমিটির বৈঠক প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে এবং আগের প্রজ্ঞাপন ২টি বাতিল করা হয়েছে বলেও জানানো হয়েছে।