অডিট আপত্তি এবং চাকরির পেনশনঃ কিছু প্রশ্ন
স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠান মিলে প্রায় ৪০০ সংস্থা রয়েছে, যেগুলোর ৪ লাখের বেশি কর্মকর্তা-কর্মচারী পেনশন সুবিধার আওতাভুক্ত।
পেনশন যোগ্য চাকুরিকাল ৫-২৫ বছর। চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে স্বেচ্ছায় অবসর নেয়া যায়। আর ২৫ বছরের আগে রিজাইন দিলে অথবা মেডিক্যাল বোর্ড অক্ষম ঘোষণা করলে ৫ বছর পর হলে নির্ধারিত % হিসেবে পেনশন সুবিধা পাওয়া যাবে।
আরও দেখুনঃ ই-জিপি দরপত্রে দাখিল অডিট রিপোর্ট অনলাইনেই যাচাই করা যাবে
প্রশ্ন এটা না। প্রশ্ন হলো – কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অডিট আপত্তি বা Audit objection নিষ্পত্তি না হলে পেনশনসহ অন্যান্য প্রাপ্য সমূহ পাওয়া যাবে কি না ? অথবা এর জন্য পেনশন বিলম্ব করা যাবে কি না ?
এমন প্রশ্ন মনে আসতেই পারে। এর সঠিক উত্তর কি ?
বিস্তারিত জানতে লগইন করুন।
আরও দেখুনঃ টেন্ডারে দাখিলকৃত অডিট রিপোর্ট থেকে “Liquid Asset” কিভাবে হিসেব করবেন ?
এই লেখকের অন্যান্য লেখা
এলসি এবং ব্যাংকের গ্যারান্টি মধ্যে পার্থক্য কি ?
টেন্ডারে “ব্যাংক গ্যারান্টি (Bank Guarantee)” এবং “লেটার অব ক্রেডিট (letter of credit) বা এলসি (LC)” শব্দ দুটি প্রায়ই দেখা যায়। বেশিরভাগ
ক্রেডিট লেটার বা Letter of Credit কি ?
আন্তর্জাতিক দরপত্রে ক্রেডিট লেটার বা লেটার অব ক্রেডিট শব্দটি আমরা প্রায়ই শুনে থাকি। বিশেষ করে আন্তর্জাতিক দরপত্রে পণ্য ক্রয়ের ক্ষেত্রে
টেন্ডার ভেলিডিটি শেষ হয়ে গেলে কি করবেন ?
টেন্ডার ভেলিডিটি (Tender Validity) অর্থ দরপত্র বৈধতার মেয়াদ। দরপত্র প্রক্রিয়ায় এই টেন্ডার Validity এর মেয়াদ অনেক গূরুত্বপূর্ণ। টেন্ডার Validity এর
অভ্যন্তরীণ নিরীক্ষা কি
অভ্যন্তরীণ নিরীক্ষা (Internal Audit) একটি স্বতন্ত্র এবং নিরপেক্ষ সাংগঠনিক কার্যক্রম যা প্রতিষ্ঠানের সামগ্রিক দক্ষতা এবং কার্যকারিতা বৃদ্ধি করে। ঝুঁকি ব্যবস্থাপনা