বাল্টিমোর ব্রিজ ধসঃ প্রকিউরমেন্ট এবং সাপ্লাই চেইন রিস্ক ম্যানেজমেন্টের ১টি ঐতিহাসিক ঘটনা
২০২৪ সালের ২৬শে মার্চ, যখন দালি (Dali) নামক একটি বিশাল কন্টেইনার জাহাজ যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কি ব্রিজে (Francis Scott Key Bridge) ধাক্কা দেয়, তখন শুধুমাত্র একটি অবকাঠামো নয়, বরং বিশ্বব্যাপী সাপ্লাই চেইনের একটি গুরুত্বপূর্ণ ধমনী ছিন্ন হয়ে যায়। এই ঘটনাটি সাধারণ মানুষের কাছে একটি দুর্ঘটনা হলেও, আমাদের Procurement এবং Supply Chain প্রফেশনালদের জন্য এটি একটি কেস স্টাডি, যা শিক্ষা দেয় – কীভাবে একটি অপ্রত্যাশিত ঘটনা সম্পূর্ণ ব্যবসায়িক কাঠামোকে ধ্বংস করতে পারে।
আজকের লেখায় আমরা এই ঘটনার আর্থিক প্রভাব এবং প্রকিউরমেন্ট প্রফেশনালদের জন্য এর গুরুত্ব নিয়ে আলোচনা করব।
ঘটনার মূল কথা এবং সাপ্লাই চেইনে প্রভাব
বাল্টিমোর বন্দরটি যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম অটোমোবাইল এবং কন্টেইনার হ্যান্ডলিং পোর্ট। ব্রিজটি ভেঙে পড়ার ফলে বাল্টিমোর পোর্টের প্রবেশপথ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে।
আটকে পড়া পণ্য: দুর্ঘটনার সময় প্রায় ৩০টিরও বেশি জাহাজ বন্দরে প্রবেশ করতে না পেরে সমুদ্রেই আটকা পড়ে।
বিঘ্নিত পণ্যচলাচল: বার্ষিক প্রায় ১১ মিলিয়ন টন কার্গো এবং ৭,৫০,০০০-এরও বেশি যাত্রীবাহী গাড়ি এই রুট দিয়ে যাতায়াত করত। এই পথ বন্ধ হওয়ার ফলে কয়লা, চিনি এবং গাড়ির পার্টস সহ বিভিন্ন শিল্পে বিশাল সংকট তৈরি হয়।
আর্থিক ক্ষতি: বীমা কোম্পানিগুলোর অনুমান, এই দুর্ঘটনার ফলে মোট আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩ থেকে ৪ বিলিয়ন ডলার, যা সমুদ্রিক ইতিহাসে অন্যতম বড় দাবি।
প্রকিউরমেন্ট প্রফেশনালদের জন্য এই ঘটনা কেন গুরুত্বপূর্ণ ?
প্রকিউরমেন্ট শুধুমাত্র সঠিক দামে পণ্য কেনার নাম নয়, বরং সেই পণ্যটি সঠিক সময়ে এবং নিরাপদে ডেলিভারি পাওয়া নিশ্চিত করাও এর অংশ। বাল্টিমোর ব্রিজ ধস আমাদের জন্য নিচের বিষয়গুলো নিয়ে ভাবতে বাধ্য করেছে:
১. Single Point of Failure (SPOF) এর ঝুঁকি
আমরা প্রায়ই খরচ বাঁচানোর জন্য একটি নির্দিষ্ট সাপ্লায়ার বা একটি নির্দিষ্ট রুটের ওপর অত্যধিক নির্ভরশীল হয়ে পড়ি। বাল্টিমোর ঘটনা প্রমাণ করে যে, আপনার সাপ্লাই চেইনে যদি কোনো Single Point of Failure থাকে, তবে যেকোনো সময় বড় বিপদ ঘটতে পারে।
শিক্ষা: প্রকিউরমেন্ট পরিকল্পনায় অবশ্যই বিকল্প রুট বা বিকল্প পোর্ট (Alternate Port) ব্যবহারের কৌশল রাখা উচিত।
২. Just-in-Time (JIT) বনাম রিসিলিয়েন্স
আধুনিক সাপ্লাই চেইন ব্যবস্থা ‘Just-in-Time’ বা মজুদ না রেখে ঠিক সময়ে পণ্য আনার ওপর জোর দেয়। কিন্তু বাল্টিমোরের মতো অবরোধে JIT মডেল ভেঙে পড়ে এবং উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হয়।
শিক্ষা: প্রকিউরমেন্ট ম্যানেজারদের নির্দিষ্ট কিছু ক্রিটিক্যাল উপাদানের জন্য Safety Stock বা নিরাপদ মজুদ রাখা উচিত, যাতে রুট বন্ধ হলেও উৎপাদন কয়েক সপ্তাহ চলতে পারে।
৩. ইন্স্যুরেন্স এবং কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট
এই দুর্ঘটনাটি ইন্স্যুরেন্স ক্লেইমের জটিলতাও তুলে ধরেছে। জাহাজের মালিক, ব্রিজ কর্তৃপক্ষ এবং কার্গো মালিক—সবাই এখন আইনি জটিলতায় আছেন।
শিক্ষা: সাপ্লায়ারদের সাথে চুক্তি করার সময় Force Majeure বা দৈব দুর্যোগের ক্লজ কতটা শক্তিশালী, তা যাচাই করা প্রয়োজন। এছাড়া, পণ্যের ট্রানজিট ইন্স্যুরেন্স (Marine Cargo Insurance) যথাযথভাবে করা আছে কিনা তা নিশ্চিত করতে হবে।
৪. ভিজিবিলিটি বা পর্যবেক্ষণ ব্যবস্থা
অনেক কোম্পানি জানতেই পারেনি যে তাদের পণ্যবাহী জাহাজটি বাল্টিমোরে আটকা পড়েছে, যতক্ষণ না পণ্য ডেলিভারি লেট হওয়ার নোটিফিকেশন এসেছে।
শিক্ষা: Real-time tracking বা বাস্তব সময়ের ট্র্যাকিং সিস্টেম থাকা প্রকিউরমেন্টের অপরিহার্য অংশ। শিপমেন্ট কোথায় আছে তা জানা থাকলে বিপদের আগেই পরিকল্পনা পরিবর্তন করা যায়।
উপসংহার
বাল্টিমোর ব্রিজ ধস শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়; এটি আমাদের জন্য একটি Wake-up Call। ভবিষ্যতে প্রকিউরমেন্ট স্ট্র্যাটেজি তৈরির সময় আমাদের শুধু খরচ (Cost) বা গুণমান (Quality) নয়, “Business Continuity” বা ব্যবসায় চলমান রাখার বিষয়টিও সমান গুরুত্ব দিতে হবে।
প্রকিউরমেন্ট প্রফেশনাল হিসেবে আমাদের প্রশ্ন হওয়া উচিত – “আমার সাপ্লাই চেইনে যদি কাল বাল্টিমোরের মতো ঘটনা ঘটে, তবে আমার ব্যাকআপ প্ল্যান কী?“
সোর্স:
এই লেখকের অন্যান্য লেখা

আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ-২০২৬ জারীঃ সরকারি ক্রয় ও ব্যয় প্রক্রিয়ায় বড় পরিবর্তন
দীর্ঘ ১১ বছর পর সরকারি আর্থিক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ আইনি কাঠামো পরিবর্তন করেছে অর্থ মন্ত্রণালয়। ‘আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ-২০১৫’ বাতিল

ই-জিপিতে Individual Consultant হিসেবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া
বর্তমান প্রকিউরমেন্ট আইন ও বিধি অনুযায়ি সব ধরনের দরপত্র অনলাইনে করতে হবে। সে হিসেবে বাংলাদেশ সরকারের ইলেকট্রনিক সরকারি ক্রয় (e-GP)

ই-জিপি রেজিস্ট্রেশন ফিঃ প্রতিষ্ঠান ও ব্যক্তি পরামর্শকদের মধ্যকার বৈষম্য
বর্তমানে বাংলাদেশের ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (e-GP) পোর্টালে জাতীয় ব্যক্তিগত পরামর্শকদের (Individual Consultant) জন্য রেজিস্ট্রেশন ফি ৫,০০০ টাকা এবং বার্ষিক নবায়ন

ইউরোপিয়ান ইউনিয়নের সাপ্লাই চেইন ডিউ ডিলিজেন্স লঃ প্রকিউরমেন্ট প্রফেশনালদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা
আগে প্রকিউরমেন্ট বা কেনাকাটার মূল মন্ত্র ছিল – “সস্তায় এবং দ্রুততম সময়ে পণ্য আনা”। কিন্তু ২০২৪ সালের পরে এই সমীকরণটি