বাংলাদেশে সিআইপিএস (CIPS) কার্যক্রম
প্রকিউরমেন্ট এবং সাপ্লাই প্রফেশনের বিশ্বের বৃহত্তম ননপ্রফিট সংস্থা হলো Chartered Institute of Procurement & Supply (সিআইপিএস)। বিশ্বের ১৬০ টিরও অধিক দেশের প্রায় ২,০০,০০০ এর অধিক প্রফেশনাল এই সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্য।
MCIPS হল একটি পেশাদার পদবী যা বিশ্বব্যাপী প্রকিউরমেন্ট এবং সাপ্লাই চেইন পেশার পেশাদারীত্বের মানকে (professional standard) প্রতিনিধিত্ব করে।
CIPS প্রকিউরমেন্ট এবং সাপ্লাই প্রফেশনালদের ডিপ্লোমা, এডভান্সড ডিপ্লোমা এবং প্রফেশনাল ডিপ্লোমা লেভেলের পরীক্ষা, পেশাগত অভিজ্ঞতাসহ আরও কিছু নির্ণায়ক যাচাইয়ের মাধ্যমে MCIPS (সদস্য) এবং FCIPS (ফেলো) স্ট্যাটাস প্রদান করে থাকে।
আরও দেখুনঃ CIPS (the Chartered Institute of Procurement and Supply) কি ?
প্রফেশনালদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ দক্ষতার উন্নয়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় প্রভৃতি উদ্দেশ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সিআইপিএসের কান্ট্রি ব্রাঞ্চ/চ্যাপ্টার রয়েছে যা একটি কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়। বাংলাদেশেও সিআইপিএসের একটি কান্ট্রি ব্রাঞ্চ (CIPS-BN) রয়েছে যা স্থানীয় প্রকিউরমেন্ট এবং সাপ্লাই প্রফেশনকে এগিয়ে নিতে কাজ করছে।
সিআইপিএস (CIPS) বাংলাদেশ শাখা প্রায়শই বিভিন্ন দক্ষতার উন্নয়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় প্রোগ্রাম আয়োজন করে থাকে।
আরও দেখুনঃ সিআইপিএস (CIPS) বাংলাদেশ শাখার নতুন কমিটি গঠন
আরও দেখুনঃ CIPS-BN এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্লকচেইনের উপর Professional সেমিনার
এই লেখকের অন্যান্য লেখা
সরকারি ক্রয়ে Conflicts of Interest কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
Conflicts of Interest বা স্বার্থের দ্বন্দ্ব কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
প্রকিউরমেন্ট অডিট কি, কেন, কে করবে ?
সরকারি ক্রয় নিরীক্ষা (Procurement Audit) সরকারি নিরীক্ষা (Government Audit) এর একটি অবিচ্ছেদ্দ অংশ। এই প্রকিউরমেন্ট অডিট ছাড়াও আরও অনেক ধরনের
এলসি এবং ব্যাংকের গ্যারান্টি মধ্যে পার্থক্য কি ?
টেন্ডারে “ব্যাংক গ্যারান্টি (Bank Guarantee)” এবং “লেটার অব ক্রেডিট (letter of credit) বা এলসি (LC)” শব্দ দুটি প্রায়ই দেখা যায়। বেশিরভাগ