কার্য ক্রয়ে জয়েন্ট ভেঞ্চার নিয়ে সার্কুলারে কি ছিল ?
দরপত্র মূল্যায়নের সময় দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক জয়েন্ট ভেঞ্চার (Joint Venture) প্রতিষ্ঠানের অংশীদারগণের Specific Experience ও Turnover ইত্যাদি নিরূপন করার সময় দরপত্র/দরপ্রস্তাব মুল্যায়ন কমিটির সদস্যবর্গের বিভিন্ন মত থাকায় মূল্যায়নে সিদ্ধান্তহীনতার কারণে ক্রয় প্রক্রিয়া বিলম্বিত হয়।
এরমধ্যে কিছু প্যাকেজের কাজ থাকে বিভাজ্য এবং কিছু থাকে অবিভাজ্য যেখানে অংশীদারগণের কাজের অংশ আলাদাভাবে নিরুপন করা সম্ভব হয়না। উপরন্তু শুধু আর্থিক সামর্থ বৃদ্ধির জন্য ক্ষেত্র বিশেষে JVCA গঠিত হয়, যেখানে পার্টনার এর বিশেষ অভিজ্ঞতা মুখ্য নয়। এইরূপ ভিন্ন ভিন্ন পরিস্থিতেতে JVCA এর পার্টনারদের Turnover এবং Specification experience নিরুপনে সিপিটিইউ কর্তৃক গত ২৬.০৭.২০১৫ ইং তারিখে ১টি পরিপত্র জারী করা হয়েছিল।
কি ছিল সিপিটিইউ এর সেই পরিপত্রে ?
বিস্তারিত জানতে লগইন করুনঃ
আরও দেখুনঃ জয়েন্ট ভেঞ্চার বিষয়ক সার্কুলারের উপর হাইকোর্টের স্থগিতাদেশ

এই লেখকের অন্যান্য লেখা

Moral hazard এর সাথে প্রকিউরমেন্টের কি সম্পর্ক ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard নিয়ে প্রাথমিক ধারণা পেতে দেখুনঃ Moral Hazard কি ? সরকারি ক্রয়

Moral hazard কি ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard বা নৈতিক ঝুঁকি হল অর্থনীতি ও ফাইন্যান্সের একটা ধারণা যেটা এমন

দরপত্র দলিলের মূল্য কত হবে ? কিভাবে নির্ধারণ করবেন ?
ক্রয়কারী কর্তৃক দরপত্রদাতার নিকট সরবরাহের জন্য প্রস্তুতকৃত দলিল হচ্ছে দরপত্র দলিল বা টেন্ডার ডকুমেন্ট (Tender document) বা টেন্ডার সিডিউল। বিজ্ঞাপন

Agency theory and its relevance in procurement
Agency theory, also known as principal-agent theory, is a theory that explains the relationship between a principal and an agent.