লিখেছেন: Jobaida Hossain এলজিইডি তে কর্মরত প্রকৌশলী, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ও পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ে পারদর্শী
Distance Learning: যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ
“পৃথিবীটা নাকি ছোট হতে হতে,
স্যাটেলাইট আর কেবলের হাতে,
ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী,
ঘরে বসে সারা দুনিয়ার সাথে,
যোগাযোগ আজ হাতের মুঠোতে,
ঘুচে গেছে বেশ কাল সীমানার গন্ডি …”
হ্যাঁ, কিছুদিন আগেও পৃথিবীটা ছোট হয়ে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িংরুমের বোকাবাক্স অর্থাৎ টিভিসেটের মাঝে বন্দী ছিলো। কিন্তু আজ তার বন্দিত্ব অন্য জায়গায়। ইন্টারনেটের হাতে ল্যাপটপ আর মুঠোফোনে বন্দী এখন পৃথিবী। সমগ্র পৃথিবী এখন একটা “গ্লোবাল ভিলেজ”। ইন্টারনেটের জয়জয়কারের এ যুগে গ্লোবাল ভিলেজে Distance Learning অর্থাৎ দূরশিক্ষণও ভীষণ জনপ্রিয়। আর সেই সুবাদেই বিশ্বে এখন অনলাইন কোর্সের রমরমা অবস্থা। দূরশিক্ষণের জন্য এখন অনলাইন কোর্সের জুড়ি নেই।
বর্তমান ব্যস্ত জীবনে একজন প্রফেশনাল তথা পেশাজীবির পক্ষে অনেক বিষয়ে একাধারে জ্ঞান অর্জন করে যাওয়া সম্ভব না। কিন্তু পেশাগত জীবনে নিত্যনতুন উন্নয়নের ধারণার সাথে আপডেটেড থাকাটাও এখন সময়ের দাবী। এরুপ ক্ষেত্রে একটা স্মার্ট সমাধান হতে পারে বিভিন্ন অনলাইন কোর্স।
শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। একবছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।
অনলাইন কোর্সের মাধ্যমে কোন বিষয়ে সামগ্রিক পারদর্শীতা অর্জন করা না গেলেও, প্রাথমিক কিছু ধারণা লাভ করা যায়। প্রথাগত পড়াশুনার বাইরে স্বশিক্ষিত হবার এক অনবদ্য সুযোগ।
বিস্তারিত দেখতে লগইন করুন।
2 thoughts on “ঘরে বসেই প্রকিউরমেন্ট শিখুন”