পিপিআর ২০২৫ এর আলোকে প্রকল্প ব্যবস্থাপকের দায়িত্ব ও কার্যাবলী
মো জাহিদ হোসেন খান
নির্বাহী প্রকৌশলী (প্রকিউরমেন্ট), এলজিইডি
============================
প্রকল্প বা প্রজেক্ট (Project) নিয়ে কথা বললেই প্রকল্প পরিচালক (Project Director) এবং প্রকল্প ব্যবস্থাপক (Project Manager) শব্দ দুটি চলে আসে। প্রকল্পের সাফল্যের জন্য এই দুটি পদ অপরিহার্য হলেও এদের ভূমিকায় ভিন্নতা আছে।
এ বিষয়ে আরও দেখুনঃ প্রকল্প পরিচালক এবং প্রকল্প ব্যবস্থাপক এর মধ্যে পার্থক্য কি
একজন প্রকল্প ব্যবস্থাপক (Project Manager) হলেন সেই পেশাদার ব্যক্তি, যিনি একটি প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা, বাস্তবায়ন, তদারকি এবং বাজেট ও সময়সূচী ঠিক রেখে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করেন। তিনি দলের নেতৃত্ব দেন, ঝুঁকি ব্যবস্থাপনা করেন এবং স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় বজায় রেখে কাজ করেন।
সম্প্রতি পিপিআর ২০২৫ জারী হয়েছে। এতে প্রকল্প ব্যবস্থাপকের দায়িত্ব ও কার্যাবলী বিস্তারিত দেয়া আছে। তবে, এগুলো কোন এক অধ্যায় বা বিধির আওতায় নেই, ছড়ানো ছিটানো অবস্থায় আছে।
এমতাবস্থায়, আজকের আলোচনায় পিপিআর ২০২৫ এর আলোকে প্রকল্প ব্যবস্থাপকের দায়িত্ব ও কার্যাবলী একসাথে এক জায়গায় সাজিয়ে বর্ণনা করা হলো। আশা করি সংশ্লিষ্ট সবারই কাজে লাগবে।
আরও দেখুনঃ পিডি নিয়োগ সংক্রান্ত বিভিন্ন সার্কুলার/আদেশ/নীতিমালা
প্রকল্প ব্যবস্থাপকের দায়িত্ব ও কার্যাবলী (পিপিআর ২০২৫)
বিস্তারিত দেখতে লগইন করুন।
এই লেখকের অন্যান্য লেখা

Transformation of the Public Procurement Act in Bangladesh
Comparative Analysis: PPA 2006 vs. Amendment Ordinance 2025 Prepared by: Md Zahid Hossain Khan Executive Engineer (Procurement), LGED

টেকসই সামাজিক ক্রয়: নারী মালিকানাধীন প্রতিষ্ঠানের সুযোগ ও সম্ভাবনা
মো জাহিদ হোসেন খান নির্বাহী প্রকৌশলী (প্রকিউরমেন্ট), এলজিইডি ============================ বাংলাদেশে সরকারি ক্রয়ব্যবস্থা দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে একটি প্রধান হাতিয়ার।

কারিগরী প্রস্তাব মূল্যায়নে স্কোরিং বা গ্রেডিং সিস্টেমের তুলনামূলক আলোচনা
প্রতিবেদনটি প্রস্তুত করেছেনঃ মোঃ জাহিদ হোসেন খান, নির্বাহী প্রকৌশলী, প্রকিউরমেন্ট শাখা, এলজিইডি Mr Abu Bakkar, Procurement Consultant, HELP জোবায়দা হোসেন,