আজকের দিনের শুরু থেকেই ই-জিপি সাইট ধীর গতির। সার্ভারে কাজ করতে অনেক সময় বেশি লাগছে মর্মে ব্যবহারকারিদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। ফলে সরকারি ক্রয় কাজে অসুবিধার সৃষ্টি হচ্ছে। এই সমস্যা কখন সমাধান হবে তা BPPA কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি। মাঝে মাঝে “This site can’t be reached” এই মেসেজ আসছে। অর্থাৎ সাইটে প্রবেশ করা যাচ্ছে না।
BPPA এর কারিগরি টিম এ নিয়ে কাজ করছে বলে জানা গিয়েছে।
ই-জিপি সাইটের ঠিকানা হচ্ছে www.eprocure.gov.bd যা বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (BPPA) এর মাধ্যমে পরিচালিত হয়।
মাঝে মাঝে এই সাইটে মেরামতের কাজ হয়ে থাকে। তখন বিজ্ঞপ্তির মাধ্যমে e-GP সাইট বন্ধ বা ধীর গতির বিষয়ে ব্যবহারকারিদের অবহিত করা হয়ে থাকে। তবে আজকের এ ধীর গতির কারণ কোন নোটিশ দিয়ে জানানো হয় নি।
আজকের এই সমস্যা নিয়ে তাদের কারিগরি টিম কাজ করছে বলে জানা গিয়েছে।
আরও দেখুনঃ ওয়েবসাইট কেন ধীর গতির হয়ে যায়
ই-জিপি সাইট নিয়ে এমন অভিযোগ মাঝে মাঝেই পাওয়া যাচ্ছে।
আরও দেখুনঃ ই-জিপি সাইট ব্যবহারে ভোগান্তি
সর্বশেষ আপডেট (দুপুর ২ঃ০০ ঘটিকা ১৬/১০/২৪ ইং তারিখ)
———————————————————————————-
ই-জিপি সাইট ব্যবহারে সমস্যা এখনও আছে।