Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

অধিদপ্তর পর্যায়ে স্বতন্ত্র অভ্যন্তরীণ অডিটিং চালু

Facebook
Twitter
LinkedIn

প্রকিউরমেন্ট বেশি হয় এমন দপ্তরে স্বতন্ত্র অভ্যন্তরীণ অডিট (Internal Audit Unit) বিভাগ চালু হচ্ছে।

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে আর্থিক ঝুঁকি হ্রাস এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রাথমিকভাবে ৫টি অধিদপ্তরে স্বতন্ত্র ইন্টারনাল অডিট বিভাগ স্থাপন করেছে অর্থ মন্ত্রণালয়।

উচ্চ ব্যয়ের এমন ৫টি অধিদপ্তর হলোঃ

  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তর,
  • সড়ক ও জনপথ অধিদপ্তর,
  • গণপূর্ত অধিদপ্তর,
  • স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও
  • স্বাস্থ্য অধিদপ্তর

এই ৫টি অধিদপ্তর অভ্যন্তরীণ আপাতত অডিটিং পাইলটিং হবে। আগামী সপ্তাহ থেকে এই পাইলটিং পুরোপুরি কার্যকর হবে বলে শুক্রবার (১৭ জানুয়ারি) ‘ইন্টারনাল অডিটিং জার্নি ইন পাবলিক সেক্টর’ শীর্ষক স্টেকহোল্ডারদের এক পরামর্শ কর্মশালায় জানা গেছে।

অভ্যন্তরীণ নিরীক্ষা নিয়ে বিস্তারিত জানতে দেখুনঃ অভ্যন্তরীণ অডিট কি ?

এ উদ্যোগ হবে সুদূরপ্রসারী এবং পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তা চালু করতে কাজ করছে সরকার। উল্লেখ্য বাংলাদেশের বিভিন্ন Public Sector Organization বিশেষ করে LGED, সড়ক ও জনপথ, গণপূর্ত এর মত প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম চালু করার জন্য World Bank, Asian Development Bank সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার পরামর্শ রয়েছে।

বিশ্বের বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশে অভ্যন্তরীণ নিরীক্ষা (Internal Audit) প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে সরকারী প্রতিষ্ঠানে এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম খুবই সীমিত, ঝুঁকি ভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা নেই বললেই চলে। এ প্রেক্ষিত অর্থ বিভাগ PFM Reforms Action Plan এর আওতায় Public Money and Budget Management (PMBM) Act -2009 এর অনুসরণে সরকারী প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ নিরীক্ষার প্রাথমিক ভিত্তি রচনায় উদ্যোগী হয়েছে।

আর্থিক ব্যবস্থাপনা শুধু অর্থ মন্ত্রণালয়ের কাজ নয়, সরকারের সব ব্যয় নির্বাহী প্রতিষ্ঠানও এর সঙ্গে যুক্ত। ইন্টারনাল কন্ট্রোল স্থাপন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ইন্টারনাল অডিটের গুরুত্ব অপরিসীম। ইন্টারনাল অডিট ম্যানেজমেন্ট থার্ড আই হিসেবে কাজ করে। কাজেই অধিদপ্তর পর্যায়েই এটা চালু হলে এর মাধ্যমে সরকারি বিধিবিধান অনুসরণ করে আর্থিক ব্যবস্থাপনা হচ্ছে কি না তা সহজে এবং দ্রুতই জানা যাবে বলে আশা করা যায়।

তবে অবশ্যই এই অভ্যন্তরীণ অডিট ইউনিট (আইএইউ) কে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং অডিট পর্যবেক্ষণ অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগগুলোতেও স্বাধীন অডিট ইউনিট স্থাপন করা জরুরী। না হলে তা নতুন প্রশাসনিক জটিলতা তৈরি করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

ক্রয়কারি ফোরাম

ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের তথ্য (Personnel Information) চাওয়ার ফরম্যাট

ওয়ার্ক টেন্ডার বা কার্য ক্রয় (Work Procurement) এর দরপত্রে ক্রয়কারি কর্তৃক অনেক ধরণের তথ্য চাওয়া হয়। ক্রয়কারীগণ এক্ষেত্রে বিপিপিএ কর্তৃক

Read More »
ক্রয়কারি ফোরাম

যন্ত্রপাতির তথ্য (Equipment Information) চাওয়ার ফরম্যাট কেমন হওয়া উচিৎ

ওয়ার্ক টেন্ডার বা কার্য ক্রয় (Work Procurement) এর দরপত্রে ক্রয়কারি কর্তৃক অনেক ধরণের তথ্য চাওয়া হয়। ক্রয়কারীগণ এক্ষেত্রে বিপিপিএ কর্তৃক

Read More »
FAQ

টেন্ডার ক্যাপাসিটি (Tender Capacity) এর ফরম্যাট কেমন হওয়া উচিৎ

ওয়ার্ক টেন্ডার বা কার্য ক্রয় (Work Procurement) এর দরপত্রে ক্রয়কারি কর্তৃক অনেক ধরণের তথ্য চাওয়া হয়। ক্রয়কারীগণ এক্ষেত্রে বিপিপিএ কর্তৃক

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

 

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-08

Scroll to Top