এডিবি (ADB) কেস স্টাডি (Consulting: চুক্তি ব্যবস্থাপনা)

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB: ASIAN DEVELOPMENT BANK) তার সদস্য দেশগুলিতে উন্নয়ন প্রকল্পের জন্য ঋণ এবং ইক্যুইটি বিনিয়োগ প্রদান করে। ব্যাংকটি প্রকল্প এবং কর্মসূচির জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করে।
ADB সম্পর্কে আরও জানতে দেখুনঃ বাংলাদেশে এডিবির অর্থায়নের পোর্টফলিও
এডিবি’র নতুন ক্রয় কাঠামোতে তার ঋণগ্রহীতাদের জন্য ক্রয় নীতি এবং ক্রয় বিধিমালা (Procurement Policy and Procurement Regulations) প্রণয়ন করেছে। তার আলোকে বিভিন্ন ক্রয় প্রক্রিয়া পরিচালিত হয়ে থাকে।
ADB’র ক্রয় কার্যক্রম পরিচালনায় বিভিন্ন কেস স্টাডি (Case Study) আছে। তার কিছু এখানে আলোচনা করা হলো।
এডিবি’র ক্রয় প্রক্রিয়ায় Procurement of Consulting Services এর ক্ষেত্রে চুক্তি ব্যবস্থাপনা (Contract Management) সংক্রান্ত কেস স্টাডি দেখতে লগইন করুন।
Contract Management
Procurement of Consulting Services

এই লেখকের অন্যান্য লেখা

“মাসিক ভিত্তিতে গাড়ী ভাড়া” দরপত্রে কোন STD ব্যবহার করবেন ?
সরকারি অফিসগুলোতে অফিসের জন্য মাসিক ভিত্তিতে গাড়ি ভাড়া এখন অনেক জনপ্রিয় হয়ে গিয়েছে। দরপত্র আহবানের মাধ্যমে অনেক ক্ষেত্রেই এই গাড়ি

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রয় সংক্রান্ত উল্লেখযোগ্য ঘটনাসমূহ
২০২৪ সালে প্রধান বাণিজ্যিক অংশীদাররা (trading partners) নতুন ক্রয় বাজার উন্মুক্ত করার চেয়ে তাদের অভ্যন্তরীণ ক্রয় স্বার্থ রক্ষার দিকে বেশি

Supply Chain VS Procurement
Supply Chain Management (SCM) and Procurement are two closely related but distinct functions in business operations. While procurement focuses on

ট্রাম্পের শুল্ক আরোপ: সরকারি ক্রয় এবং বিশ্ব বানিজ্য
শুল্ক আরোপ (Tariff Imposition) এবং সরকারি ক্রয় (Public Procurement) অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যা একে অপরকে সরাসরি প্রভাবিত করে। শুল্ক