নির্বাচন কমিশনের নতুন নির্দেশনা অনুযায়ী চলমান প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা যাবে। গত ০৪.১২.২৩ ইং তারিখে এই নির্দেশনা জারী হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের জারীকৃত নির্দেশনাটি নিচে দেওয়া হলঃ
উপরোক্ত নির্দেশনা অনুযায়ী যা যা করা যাবে মর্মে স্পষ্ট করা হয়েছে তা হলো:
- চলমান প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা,
- পূর্বে অনুমোদিত ও চলমান প্রকল্পসমূহের অর্থ অবমুক্ত, অর্থছাড় ও বিল, পরিশোধ করা,
- অনুমোদিত প্রকল্পের প্রশাসনিক আদেশ জারী রাখা,
- চলমান প্রকল্পের মেয়াদ বৃদ্ধি,
- প্রকল্পের খাত পরিবর্তন (রাজস্ব-মূলধন)।
উপরোক্ত নির্দেশনায় প্রকল্পের কথা বলা হয়েছে। কিন্তু প্রকল্পের আওতায় স্কীম বা প্যাকেজের বিষয়টা স্পষ্ট নয়। অর্থাৎ অনুমোদিত প্রকল্পগুলোর স্কীম বা প্যাকেজের নতুন টেন্ডার আহ্বান বা চুক্তি করা যাবে কি না এগুলো পরিষ্কার করা দরকার ছিল বলে অনেকেই মনে করছেন।