বাংলাদেশ সরকার কর্তৃক গত ৪ঠা মে ২০২৫ ইং তারিখে “পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” এবং ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ (পিপিআর ২০২৫) জারী হয়েছে। সংশোধিত আইন ও নতুন বিধিমালা অনুযায়ি সকল সরকারি ক্রয় অর্থাৎ ১০০% টেন্ডার এখন থেকে ইলেকট্রনিক পরিচালন পদ্ধতি অর্থাৎ ই-জিপি তে সম্পন্ন করতে হবে।
দেখুনঃ পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ (পিপিআর ২০২৫)
বর্তমানে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে যে ই-জিপে সিস্টেম থেকে প্রেরিত OTP সংশ্লিষ্ট মোবাইলে আসছে না। ফলে অনেক কাজ থমকে যাচ্ছে।
চুক্তি সম্পন্ন হলে সংশ্লিষ্ট চুক্তির পারফরমেন্স সিকিউরিটি বা PG ই-জিপি সিস্টেম ব্যবহার করেই ফেরত দিতে হয়। সংশ্লিষ্ট ক্রয়কারির অনুরোধের প্রেক্ষিতে ব্যাঙ্ক হতে এই কাজ করা হয়। কিন্তু ব্যাঙ্ক হতে অভিযোগ পাওয়া যায় যে তখন সয়ংক্রিয় ভাবে যে মোবাইলে OTP আসার কথা তা আসছে না।
এই ভোগান্তি থেকে কিভাবে মুক্তি পাবেন ?
[বিস্তারিত জানতে লগইন করুন]