Past Performance Matrix এর উপর স্থগিতাদেশ স্থগিত করা হয়েছে
ইতোপূর্বে Past Performance Evaluation Matrix এর উপর সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশন স্হগিতাদেশ প্রদান করেছিলেন। এ বিষয়ে সিপিটিইউ গত ২৭/০৪/১৭ ইং তারিখে একটি সার্কুলার জারী করেছিল। কিন্তু গত ১১/০৫/১৭ ইং তারিখে পূর্বের স্হগিতাদেশের উপর আপীল হওয়ায় তা আবার মহামান্য আদালত পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছেন। অর্থাৎ গত ২৭/০৪/১৭ ইং তারিখের পূর্বের ন্যায় কার্যক্রম বহাল থাকবে।
সুতরাং, দর সমতার ক্ষেত্রে এখন থেকে আবার Past Performance Evaluation Matrix ফর্মটি যথাযত ভাবে পূরণ করে মূল্যায়ন করতে হবে। শুধুমাত্র Annual Turnover দিয়ে কৃতকার্য ঠিকাদার নির্বাচন হবে না।
সিপিটিইউ খুব শীঘ্রই এ বিষয়ে প্রয়োজনীয় সার্কুলার জারী করবে।
এ বিষয়ে পূর্বের রিপোর্টটি দেখতে ক্লিক করুণ।
Past Performance Evaluation Matrix এবং পিপিআর-০৮ এর ৪র্থ সংশোধনীর উপর পুর্বের রিপোর্ট দেখতে ক্লিক করুণ।