অনেক সময় দেখা যায় চুক্তি স্বাক্ষর হবার পরও অফিস সাইট বুঝিয়ে দেয় না বা সাইট বুঝিয়ে দেয়ার মত অবস্থায় থাকে না। তখন ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে আপনার করণীয় না জানার কারনে অনেকেই ক্ষতিগ্রস্থ হয়েছেন বা হচ্ছেন। অথচ শুধুমাত্র না জানার কারনেই আপনি আপনার প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছেন। আজকের আলোচনা এসব নিয়েই।
বিস্তারিত দেখতে সাবস্ক্রাইব করুণঃ
2 thoughts on “সাইট বুঝে পেতে দেরী হলে ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কি করবেন … ???”