বর্তমান প্রেক্ষাপট চিন্তা করে আজ সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৬৮ ধরনের পণ্য আমদানি নিরুৎসাহিত করতে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নিয়ম অনুযায়ী প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে তা কার্যকরও করা হয়েছে।
অন্যান্য পণ্যের সাথে নির্মাণসামগ্রীর কাঁচামাল হিসেবে ব্যবহৃত রড, বিলেট ইত্যাদির ওপর ৩ থেকে ১০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বসেছে। সিমেন্ট খাতের অন্যতম কাঁচামাল ফ্লাই অ্যাশ আমদানিতে ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বসানো হয়েছে।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারির কারনে অর্থনৈতিক মন্দা চলা অবস্থাতেই এখন যুক্ত হয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অর্থনৈতিক প্রভাব। বিগত প্রায় ছয়-সাত মাস যাবত এমনিতেই নির্মাণসামগ্রীর মূল্য অস্বাভাবিক অবস্থায় ছিল। এখন বর্তমান প্রেক্ষাপটে এই সেক্টর যে আরও অস্থির হয়ে পড়বে তা নিশ্চিতভাবেই আশংকা করা যায়।
সূত্র মতে, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারনে ইতোমধ্যেই অনেক ছোট বড় ঠিকাদারী প্রতিষ্ঠান কাজের গতি কম। কাঁচামালের মূল্য বৃদ্ধির কারনে সামগ্রিকভাবে দেশের নির্মাণ শিল্পে ভাটা দেখা দিয়েছে। নির্মাণ খাত স্থবির হয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এমতাবস্থায়, ছোট ছোট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো রডের অস্বাভাবিক দাম সহ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় চলমান কাজ সময়মতো শেষ করা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে।