সহজে কোম্পানি খুলে ব্যবসা করার জন্য সরকার ২০২০ সালে কোম্পানি আইন সংশোধন করে এক ব্যক্তির কোম্পানি (ওপিসি) খোলার অনুমতি দেয়। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে এ সুযোগ তৈরি করা হয়। আইনি সুযোগ দেওয়া হলেও এক ব্যক্তির কোম্পানি করার ক্ষেত্রে প্রত্যাশিত সাড়া মিলছে না।
আরও পড়ুনঃ এক ব্যক্তির কোম্পানি নিবন্ধনে আগ্রহ কম
তবে এক ব্যক্তির কোম্পানির অনেকগুলো সুবিধা আছে। যেমনঃ
এক ব্যক্তির কোম্পানি গঠনে সুবিধা
-
- কোম্পানি আইন অনুযায়ী, ওপিসি কোম্পানিগুলোর প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের সুযোগ আছে। সে ক্ষেত্রে কোম্পানির বার্ষিক লেনদেন বা টার্নওভার ১ কোটি থেকে ৫০ কোটি টাকার মধ্যে হতে হবে। আর এক ব্যক্তির কোম্পানির ক্ষেত্রে পরিশোধিত মূলধন হতে হয় সর্বনিম্ন ২৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা।
- ওপিসি কোম্পানির ক্ষেত্রে করপোরেট করহার বর্তমানে ২২ দশমিক ৫ শতাংশ। আর দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে এই করহার ২৭ দশমিক ৫ শতাংশ। সেই হিসেবে ওপিসি কোম্পানিগুলো ৫ শতাংশ কর ছাড় পেয়ে থাকে।
- যৌথ মালিকানা বা একাধিক মালিকানার কোম্পানির ক্ষেত্রে দায় থাকে বেশি, আর এক ব্যক্তি কোম্পানির ক্ষেত্রে দায় সীমিত। কোম্পানির নিবন্ধন থাকলে ব্যবসা পরিচালনা অনেক সহজ হয়।
নিরীক্ষা করতে গেলে কিছু খরচ করা লাগে সত্য, তবে প্রতিষ্ঠানের কোথাও কোনো সমস্যা আছে কি না, সেটি নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে। - কোম্পানি করলে ব্যাংক ঋণ পাওয়ার মতো বিষয়ে কিছু সুবিধা পাওয়া যায়।
আরও পড়ুনঃ ‘এক ব্যক্তির কোম্পানি’ খোলার সুযোগ আসছে
1 thought on “এক ব্যক্তির কোম্পানি গঠনে সুবিধা কি ?”
Great