ই-জিপি সাইট ধীর গতির। সার্ভারে কাজ করতে অনেক সময় বেশি লাগছে মর্মে ব্যবহারকারিদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। ফলে সরকারি ক্রয় কাজে অসুবিধার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে নতুন দরপত্রের ডকুমেন্ট প্রস্তুতিতে অনেক বেশি সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে।
ই-জিপি সাইটের ঠিকানা হচ্ছে www.eprocure.gov.bd যা বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (BPPA) এর মাধ্যমে পরিচালিত হয়।
মাঝে মাঝে এই সাইটে মেরামতের কাজ হয়ে থাকে। তখন বিজ্ঞপ্তির মাধ্যমে e-GP সাইট বন্ধ বা ধীর গতির বিষয়ে ব্যবহারকারিদের অবহিত করা হয়ে থাকে। তবে আজকের এ ধীর গতির কারণ কোন নোটিশ দিয়ে জানানো হয় নি।
আজকের এই সমস্যা নিয়ে তাদের কারিগরি টিম কাজ করছে বলে জানা গিয়েছে।
আরও দেখুনঃ ওয়েবসাইট কেন ধীর গতির হয়ে যায়
ই-জিপি সাইট নিয়ে এমন অভিযোগ আগেও ছিল।
আরও দেখুনঃ ই-জিপি সাইট ব্যবহারে ভোগান্তি
সর্বশেষ আপডেট (সময় সন্ধ্যা ৭ঃ০০ ঘটিকা ১৫/০৯/২৪ ইং তারিখ)
———————————————————————————-
ই-জিপি সাইট আগের চেয়ে ভাল স্পিড পাওয়া যাচ্ছে। সব কাজ করা যাচ্ছে। তবে নতুন দরপত্রের ডকুমেন্ট প্রস্তুতিতে অনেকেরই document configure করতে সমস্যা হয়েছে আজকে সারাদিন। এখনও সমস্যা রয়েছে এই কাজে।