অডিট আপত্তি এবং চাকরির পেনশনঃ কিছু প্রশ্ন
স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠান মিলে প্রায় ৪০০ সংস্থা রয়েছে, যেগুলোর ৪ লাখের বেশি কর্মকর্তা-কর্মচারী পেনশন সুবিধার আওতাভুক্ত।
পেনশন যোগ্য চাকুরিকাল ৫-২৫ বছর। চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে স্বেচ্ছায় অবসর নেয়া যায়। আর ২৫ বছরের আগে রিজাইন দিলে অথবা মেডিক্যাল বোর্ড অক্ষম ঘোষণা করলে ৫ বছর পর হলে নির্ধারিত % হিসেবে পেনশন সুবিধা পাওয়া যাবে।
আরও দেখুনঃ ই-জিপি দরপত্রে দাখিল অডিট রিপোর্ট অনলাইনেই যাচাই করা যাবে
প্রশ্ন এটা না। প্রশ্ন হলো – কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অডিট আপত্তি বা Audit objection নিষ্পত্তি না হলে পেনশনসহ অন্যান্য প্রাপ্য সমূহ পাওয়া যাবে কি না ? অথবা এর জন্য পেনশন বিলম্ব করা যাবে কি না ?
এমন প্রশ্ন মনে আসতেই পারে। এর সঠিক উত্তর কি ?
বিস্তারিত জানতে লগইন করুন।
আরও দেখুনঃ টেন্ডারে দাখিলকৃত অডিট রিপোর্ট থেকে “Liquid Asset” কিভাবে হিসেব করবেন ?
এই লেখকের অন্যান্য লেখা
সরকারি ক্রয়ে Conflicts of Interest কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
Conflicts of Interest বা স্বার্থের দ্বন্দ্ব কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
প্রকিউরমেন্ট অডিট কি, কেন, কে করবে ?
সরকারি ক্রয় নিরীক্ষা (Procurement Audit) সরকারি নিরীক্ষা (Government Audit) এর একটি অবিচ্ছেদ্দ অংশ। এই প্রকিউরমেন্ট অডিট ছাড়াও আরও অনেক ধরনের
এলসি এবং ব্যাংকের গ্যারান্টি মধ্যে পার্থক্য কি ?
টেন্ডারে “ব্যাংক গ্যারান্টি (Bank Guarantee)” এবং “লেটার অব ক্রেডিট (letter of credit) বা এলসি (LC)” শব্দ দুটি প্রায়ই দেখা যায়। বেশিরভাগ