দরপত্র দলিল নির্দিষ্টকরণ (Configure Key Information)
[vc_row][vc_column][vc_column_text]দরপত্র দলিল নির্দিষ্টকরণ (Configure Key Information):
পূর্বোক্ত দরপত্র দলিল ব্যবহার করাঃ যে ক্রয়কারী দপ্তরের জন্য দরপত্র দলিল প্রস্তুত করা হচ্ছে, সেই ক্রয়কারীর অধীন যদি পূর্বে কোন দরপত্র ই-জিপি তে প্রস্তুত করে ব্যবহৃত হয়ে থাকে তবে সেই দরপত্রের আইডি নাম্বার দিয়ে search করে সিলেক্ট করা যাবে। অতঃপর সেই দরপত্র দলিলটি edit করে পুনরায় ব্যবহার করা যাবে। এতে সময় কম লাগবে এবং অনিচ্ছাকৃত ভূল কম হবার সুযোগ থাকে।
Approving Authority: drop down লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। DOFP অনুযায়ী নির্ধারণ করতে হবে (Hope)।
Standard Tender Document: drop down লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। পিপিআর-০৮ এর তফসিল-১ অনুযায়ী আদর্শ দলিলসমূহ ব্যবহৃত হবে। (say e-PW3)
Tender/Proposal Validity in No. of Days: পিপিআর-০৮ এর বিধি ১৯ অনুযায়ী তফসিল-২ অনুসরণ করে দরপত্র বা প্রস্তাবের বৈধতার মেয়াদ নির্ধারণ করতে হবে। (60-90)
Tender Security Validity days: পিপিআর-০৮ এর বিধি ২২(৭) অনুযায়ী দরপত্র জামানতের মেয়াদ দরপত্রের বৈধ মেয়াদ পূর্তির তারিখের পর কমপক্ষে ২৮ (আটাশ) দিন পর্যন্ত হতে হবে।(৬০ থেকে ৯০ দিন + ২৮ দিন)
এরপর Submit এ ক্লিক করে save করতে হবে।
Video Clip
[/vc_column_text][/vc_column][/vc_row]
এই লেখকের অন্যান্য লেখা
সরকারি ক্রয়ে Conflicts of Interest কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
Conflicts of Interest বা স্বার্থের দ্বন্দ্ব কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
প্রকিউরমেন্ট অডিট কি, কেন, কে করবে ?
সরকারি ক্রয় নিরীক্ষা (Procurement Audit) সরকারি নিরীক্ষা (Government Audit) এর একটি অবিচ্ছেদ্দ অংশ। এই প্রকিউরমেন্ট অডিট ছাড়াও আরও অনেক ধরনের
এলসি এবং ব্যাংকের গ্যারান্টি মধ্যে পার্থক্য কি ?
টেন্ডারে “ব্যাংক গ্যারান্টি (Bank Guarantee)” এবং “লেটার অব ক্রেডিট (letter of credit) বা এলসি (LC)” শব্দ দুটি প্রায়ই দেখা যায়। বেশিরভাগ